সংক্ষিপ্ত
ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। বিশেষ করে নিষ্প্রাণ ত্বকের সমস্যায় জেরবার অবস্থা হয় অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। এবার নিষ্প্রাণ ত্বকের সমস্যা দূর হবে অ্যালোভেরার গুণে। এই বিশেষ উপায় তৈরি করুন ফেসপ্যাক।
অ্যালোভেরা ও গোলাপ জল
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। এবার তাতে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
অ্যালোভেরা ও বেসন
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। এবার তাতে মেশান বেসন। প্রয়োজনে সামান্য জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুল
প্রথমে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন। তাতে মেশান ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।
অ্যালোভেরা ও গ্লিসারিন
অ্যালোভেরা ও গ্লিসারিন দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা জেল আলাদা করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে গ্লিসারিন দিন। এবার তা মুখে দিন। কিছুক্ষণ পর ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।