ঋতু পরিবর্তনের সময় ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া অ্যালোভেরা ফেসপ্যাক ব্যবহার করুন। শসা, হলুদ, পাতিলেবু এবং মধুর মতো উপাদানের সাথে অ্যালোভেরা মিশিয়ে বিভিন্ন ফেসপ্যাক তৈরি করে ত্বক উজ্জ্বল করুন।
ত্বক নিয়ে জটিলতা লেগেই থাকে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বাড়ে সমস্যা। সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন বিশেষ টিপস। আজ রইল ঘরোয়া প্যাকের হদিশ। অ্যালোভেরা দিয়ে বানাতে পারেন এই সকল প্যাক। এতে মিলবে উপকার। জেনে নিন কী করবেন।
অ্যালোভেরা ও শসার প্যাক
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে শসা খোসা ছাড়িয়ে একই ভাবে পেস্ট করে নিন। এবার অ্যালোভেরা ও শসার পেস্ট এক সঙ্গে মেশান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।
অ্যালোভেরা ও হলুদের প্যাক
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এবার হলুদ বেটে নিন। অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান হলুদ বাটা। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।
অ্যালোভেরা ও পাতিলেবুর প্যাক
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এবার তাতে মেশান পাতিলেবুর রস। তা মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
অ্যালোভেরা, ভিটামিন ই ও মধু
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এবার তাতে মেশান ভিটামিন ই ক্যাপসুল। দিন মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ি নিন। ত্বক হবে উজ্জ্বল। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।
অ্যালোভেরা ও টি ট্রি অয়েল
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এবার তাতে মেশান টি ট্রি অয়েল। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ি নিন। ত্বক হবে উজ্জ্বল।
