বর্ষায় ব্রণ, তেলতেলে ভাব, কালো দাগ ও চুলকানির মতো ত্বকের নানান সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য ঘরোয়া উপাদান যেমন চিনি ও মধু, ওটস ও দুধ এবং বেসন ও টক দই ব্যবহার করে তৈরি প্যাক কার্যকরী।

ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। বিশেষ করে বর্ষার সময় বাড়ে সমস্যা। বর্ষায় ব্রণ থেকে শুরু করে অধিক তেলা ভাব। সঙ্গে কালো প্যাচের সমস্যা দেখা দেয়। তেমনই বর্ষার সময় কারও ত্বকে বাড়ে চুলকানির সমস্যা। আজ রইল বিশেষ টিপস। এই সমস্যা থেকে মুক্তি পেতে দামি দামি পণ্য ব্যবহার করে লাভ নেই। তেমনই আবার নিয়মিত পার্লার গিয়েও সুরাহা হয় না সব সময়। এবার ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। আজ রইল কয়টি বিশেষ প্যাকের হদিশ। বর্ষায় ত্বকের সমস্যা থেকে বাঁচতে সবার আগে দরকার ত্বক সঠিক ভাবে পরিষ্কার কার। এবার ঘরোয়া টোটকা মেনে ত্বক পরিষ্কার করুন। মিলবে উজ্জ্বল ত্বক। দূর হবে যাবতীয় ত্বকের সমস্যা।

চিনি ও মধু

প্রথনে চিনি মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ব্যবহার করুন।

ওটস ও দুধ

ওটস চিনি মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।

বেসন ও টক দই

প্যাক বানান বেসন ও টক দই দিয়ে। পাত্রে পরিমাণ মতো বেসন নিন। এবার তাতে মেশান টক দই। প্রয়োজনে সামান্য হলুদ বাটাও দিতে পারেন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।

মুলতানি মাটি ও গোলাপ জল

পাত্রে মুলতানি মাটি নিন। তা মিহি করে বেটে নিন। তাতে মেশান গোলাপ জল। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।