সংক্ষিপ্ত

বিয়ের মরশুমে ত্বকের জেল্লা বাড়াতে ঘরোয়া উপাদানে তৈরি কয়েকটি প্যাকের ব্যবহার। বেসন ও হলুদ, ওটস ও মধু, হলুদ ও দই, এবং টমেটো ও চন্দনের প্যাক ব্যবহারে ত্বকের যত্ন নিন।

বিয়ের মরশুম শুরু হল বলে। একের পর এক নিমন্ত্রণ আসছে অনেকেরই। এই সময় কনে তো বটেই সঙ্গে সকলেই ব্যস্ত নিজের ত্বকের যত্ন নিতে। বিয়ে বাড়িতে সকলের নজর না কাড়লে হয় নাকি। তাই বিয়ের মরশুমে নিন ত্বকের বিশেষ যত্ন। এই কয়টি প্যাকের মধ্যে একটি ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও হলুদের প্যাক

একবার ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। সঙ্গে ত্বকের অবাঞ্ছিত রোম দূর হবে। প্রথমে হলুদ বেটে নিন। এবার বেসনের সঙ্গে মেশান হলুদ বাটা। তাতে দিন পরিমাণ মতো গোলাপ জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

ওটস ও মধুর প্যাক

ব্যবহার করুন ওটস ও মধুর প্যাক। ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

হলুদ ও দই-র প্যাক

প্রথমে হলুদ বেটে নিন। এবার দই-র সঙ্গে মেশান হলুদ বাটা। তাতে দিন পরিমাণ মতো গোলাপ জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহারে মিলবে উপকার।

টমেটো ও চন্দনের প্যাক

প্রথমে টমেটো কেটে জেল বের করে নিন। তাতে মেশান চন্দন বাটা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহারে মিলবে উপকার।