সংক্ষিপ্ত

চুল পড়া কমাতে ঘরোয়া উপায় খুঁজছেন? অ্যালোভেরা, নারকেল তেল, ডিম, কারিপাতা, পেঁয়াজের রস, মধু, মেথি, এবং নারকেল দুধের মতো উপাদান ব্যবহার করে চুল পড়া রোধে ৫ টি কার্যকরী ঘরোয়া প্যাক ব্যবহার করে দেখুন।

সারা বছর চুল পড়ার সমস্যায় ভুগতে থাকেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা কেউ ঠিক করে উঠতে পারেন না। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। আবার কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। মিলবে উপকার।

অ্যালোভেরা ও নারকেল তেল

প্যাক বানান অ্যালোভেরা ও নারকেল তেল দিয়ে। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান নারকেল তেল। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

ডিম ও অলিভ অয়েল

প্যাক বানান ডিম ও অলিভ অয়েল দিয়ে। ডিম ফেটিয়ে নিন। তাতে অলিভ অয়েল মিশিয়ে নিন। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

কারিপাতা ও নারকেল তেল

কারিপাতা ও নারকেল তেল দিয়ে প্যাক বানান। নারকেল তেল গরম হতে দিন। তাতে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। তা ছাঁকটিতে ছেঁকে নিন। এই তেল ব্যবহারে মিলবে উপকার।

পেঁয়াজের রস ও মধু

পেঁয়াজের রস ও মধু মিশিয়ে লাগাতে পারেন। পেঁয়াজ কেটে রস বের করে নিন। তার সঙ্গে মেশান মধু। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।  

মেথি ও নারকেল দুধ

ব্যবহার করুন নারকেল দুধ ও মেথির প্যাক। একটি পাত্রে জল নিয়ে তাতে মেথি দিয়ে সারা রাত ডুবিয়ে রাখুন। সকালে বেটে নিন। তাতে মেশান নারকেল দুধ। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।