সংক্ষিপ্ত

শীতের শুরুতে রুক্ষ্ম ত্বকের সমস্যায় ভোগেন? কলা, মধু, ওটস, দুধ, নারকেল তেল এবং অলিভ অয়েল ব্যবহার করে ঘরোয়া প্যাক বানিয়ে এই সমস্যা থেকে মুক্তি পান। বিভিন্ন উপাদানের সাথে কলা মিশিয়ে তৈরি করুন ত্বকের জন্য উপকারী প্যাক।

ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। এই সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা হয় অনেকেরই। সমস্যা থেকে বাঁচতে কী করবেন তা স্থির করে উঠতে পারেন না কেউ। আজ রইল বিশেষ টিপস। শীতের শুরুতেই যারা রুক্ষ্ম ত্বকের সমস্যায় ভুগছেন তারা হাতিয়ার করুন কলাকে। জেনে নিন কোন উপায় মিলবে উপকার।

কলা ও মধু

কলা প্রথমে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

ওটস ও কলা

এই সময় মরা চামড়া থাকে ত্বকে। সমস্যা থেকে বাঁচতে ওটস ও কলার প্যাক লাগান। ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান কলা। কলা চটকে নেবেন ভালো করে। প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

কলা ও দুধের প্যাক

কলা প্রথমে চটকে নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহারে মিলবে উপকার।

কলা ও নারকেল তেল

প্যাক বানাতে পারেন কলা ও নারকেল তেল দিয়ে। কলা প্রথমে চটকে নিন। তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে দু দিন ব্যবহারে মিলবে উপকার।

কলা ও অলিভ অয়েল

সহজেই বানানো যায় এই প্যাক। কলা প্রথমে চটকে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে দু দিন ব্যবহারে মিলবে উপকার।