ত্বকের ব্রণ, খসখসে ভাব দূর করতে বেসনের প্যাকের ব্যবহার। বেসন, দুধ, হলুদ, দই, মধু ব্যবহার করে বিভিন্ন প্যাক বানানোর পদ্ধতি।
প্রায়শই ত্বকে ব্রণ, কিংবা খসখসে ভাব দেখা যায়। এর অন্যতম কারণ হল ত্বকে জমে থাকা নোংরা। ফেসওয়াসের সাহায্যে সহজে এই নোংরা দূর হয় না। আজ রইল বিশেষ টিপস। এবার ব্যবহার করুন বেসনের প্যাক। ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে বেসনের গুণে। জেনে নিন কীভাবে বানাবেন প্যাক।
বেসন ও দুধের প্যাক
পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দুধ দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
বেসন ও হলুদের প্যাক
পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো হলুদ বাটা দিন। জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
বেসন ও দইয়ের প্যাক
পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দই দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
বেসন ও মধুর প্যাক
পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো মধু দিন। দিন জল। ভালো করে মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
বেসন ও মুলতানি মাটি ও গোলাপ জলের প্যাক
পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো মুলতানি মাটি দিন। দিন জল। আজ দিন গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
বেসন ও দুধের সর
পাত্রে বেসন নিন পরিমাণ মতো। এতে মেশান দুধের সর। ভালো করে মিশিয়ে নিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
