- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Natural Hair Color Tips: রসুনের এই গুণেই মাথার চুল থাকবে একেবারে কালো, রইল ব্যবহারের সহজ টিপস
Natural Hair Color Tips: রসুনের এই গুণেই মাথার চুল থাকবে একেবারে কালো, রইল ব্যবহারের সহজ টিপস
Hair Color Tips: অকালে পেকে যাচ্ছে চুল? বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে নিতে পারেন চুলের যত্ন। এতে যেমন বাঁচবে পার্লারে যাওয়ার খরচ তেমনই চুলও থাকবে রাসায়নিক মুক্ত। কী করবেন? দেখুন ফটো গ্যালারিতে…

ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন
অনিয়মিত জীবনযাপন, স্ট্রেসের প্রভাবে অকালে চুল পেকে যায়। সময়ের আগে পাকা চুল দাড়ি নিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। ঘরোয়া পদ্ধতিতেই রয়েছে এই সমস্যার মুশকিল আসান।
বাড়ি বসেই করুন চুলের কালার
এবার থেকে পার্লারের খরচ বাঁচিয়ে বাড়ি বসেই করতে পারেন হেয়ার কালার। আর সেটা হল রসুন প্যাক। এই একটি উপাদানেই লুকিয়ে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার। যা আপনার চুল কালো করতে সহায়তা করবে।
চুলের জন্য উপকারি রসুন
রসুন চুলের স্বাস্থ্যের জন্য দারুন উপকারি। কারণ, এতে রয়েছে সালফার যৌগ যা মাথার রক্ত চলাচল ঠিক রাখতে সহায়তা করে। চুলের গোড়া শক্ত হয় এবং চুলের রঙ গাঢ় করে রসুন।
রসুনে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট
রসুনে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের স্ট্রেস কমিয়ে চুল পড়া এবং চুল পড়ার গতিকে শ্লথ করে দেয়। এবং চুলের মলিনতা হ্রাস করে ধীরে ধীরে চুলকে ঝকমকে বানিয়ে তোলে। কারণ, এটি চুলের জন্য প্রাকৃতিক ব্লিচের কাজ করে।
কীভাবে বানাবেন রসুনের প্যাক
রসুনের কোয়া ১০ থেকে ১৫ টি নেবেন। এবং পরিমাণ মতো জলপাই তেল। এরপর রসুনের কোয়াগুলি ভালো করে কড়াইতে লাল রঙের মতো ভেজে নিন। এরপর সেটি ঠান্ডা করে মিক্সিতে বেটে জলপাই তেলের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানান। এরপর সেটি ফ্রিজে রেখে পাঁচদিন ব্যবহার করতে পারবেন।।
কীভাবে ব্যবহার করবেন?
আগে থেকে বানিয়ে রাখা রসুন তেলের পেস্ট স্নানের আগে ভালো করে মাথার চুলে মেখে ম্যাসাজ করুন। এরপর ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে এই ক্ষেত্রে শ্যাম্পু ব্যবহার করবেন না।
আর কী করবেন?
রসুনে অ্যালার্জি থাকলে এর কিছুটা অংশ কোমড়ে লাগিয়ে নিতে পারেন। এটি ব্যথা যন্ত্রণায় আরামদায়ক এবং ত্বকের ক্ষতস্থান ভরাটেও সাহায্য করে। কারণ এতে রয়েছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ।
রসুন পেস্ট তেল ব্যবহারের উপকারিতা
মাথার চুল কালো করতে এই রসুন তেল দারুন উপকারি। এতে মাথার ত্বক পুষ্ট ও সজীব থাকে। চুল পড়া কমবে। কোনও রকম রাসায়নিক উপাদান ছাড়াই চুল হবে সতেজ ও ঝলমলে।

