Samik On Patna Incident: বাংলা থেকে পাকড়াও বিহারের কুখ্যাত দুস্কৃতী। অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলাা। বিস্ফোরক অভিযোগ শমীক ভট্টাচার্যের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Samik On Patna Incident: বিহার পুলিশ শনিবার পাটনা হাসপাতালে গুলি চালনার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার নিউ টাউন থেকে ৬ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বিহারের এডিজি কুন্দন কৃষ্ণন বলেন, ''পাটনার পারস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্দি চন্দন মিশ্রের উপর গুলি চালানোর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে এই ঘটনায় হত্যা করা হয়েছে। এর আগে, বিহারের পুলিশের মহাপরিচালক (ডিজিপি) বিনয় কুমার পাটনার পারস হাসপাতালে গুলি চালনার ঘটনাকে "দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে বিষয়টি গুরুতর উদ্বেগের, বিশেষ করে যেহেতু হাসপাতালের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।''

এদিকে আইসিইউতে ঢুকে চন্দন মিশ্রকে গুলি করার ঘটনায় বাংলা যোগ পাওয়া গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ, শনিবার বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ও পাটনা পুলিশের যৌথ বাহিনী নিউ টাউনে এসে ৬ জনকে গ্রেফতার করেছে। তবে কাদের গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সূত্রের খবর, এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ''রাজ্যে কোনও আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তাই যে কোনও অপরাধীর মাথা গোঁজার জায়গা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। দুস্কৃতীরা ভাবে এখানে তাদেরই সরকার চলছে। এটা কোনও অপরাধীকে নিয়ে কথা হচ্ছে না বা বিহার নিয়েও কথা হচ্ছে না। এই রাজ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা ধরা পড়েছে দেখুন। রাজ্য সরকার বলে এখানে কিছুই নেই।''

Scroll to load tweet…

এদিকে, পুলিশ বিশ্বাস করে যে বিপক্ষ দল গুলি চালিয়েছে। বন্দী চিকিৎসাধীন। ঘটনার প্রতিক্রিয়ায়, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বৃহস্পতিবার বিহার সরকারকে প্রশ্ন করেছেন, পাটনার একটি হাসপাতালে ভর্তি একজন বন্দীকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করার পর রাজ্যে "কেউ কি কোথাও নিরাপদ" কিনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে, তেজস্বী যাদব লিখেছেন, "সরকারী অপরাধীরা ICU-তে ঢুকে হাসপাতালে ভর্তি একজন রোগীকে গুলি করেছে। বিহারে কি কেউ কোথাও নিরাপদ? ২০০৫ সালের আগে এমন কি হয়েছে?"

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।