সংক্ষিপ্ত

শীতের সময় শারীরিক জটিলতা থেকে ত্বকের সমস্যা দূর হবে কুমকুমদি তেলের গুণে। ত্বক ও শরীরের জন্য বেশ উপকারী এই তেল। জেনে নিন বিশেষ আয়ুর্বেদিক তেলের গুণের কথা।

শীতের সময় ত্বক উজ্জ্বল করতে কিংবা গা-হাত-পায়ে ব্যথা দূর করতে আমরা অনেকেই নানান পদ্ধতি মেনে চলি। এই সময় কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন তো কেউ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকে। এবার শীতের সময় শারীরিক জটিলতা থেকে ত্বকের সমস্যা দূর হবে কুমকুমদি তেলের গুণে। ত্বক ও শরীরের জন্য বেশ উপকারী এই তেল। জেনে নিন এই বিশেষ আয়ুর্বেদিক তেলের গুণের কথা।

ত্বকে কোথায় কেটে গেলে, সেই ক্ষত নিরাময়ে ব্যবহার করতে পারেন কুমকুমদি তেল। এই তেলে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে। আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। তেলে উপস্থিত ফ্ল্যাভোনয়েড যৌগ বেশ উপকারী। তাই ক্ষত, পোড়া বা পোকা কামড়ের সমস্যা থাকলে মেনে চলতে পারেন এই বিশেষ টিপস। এমন ক্ষতে কুমকুমদি তেল লাগাতে পারেন। মিলবে উপকার।

প্রদাহ উপশম করতে কুমকুমদি তেল ব্যবহার করতে পারেন। এটি অ্যান্টি সেপটিক, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও জীবাণুনাশক হিসেবে পরিচিত। এটি ক্ষত ও দাগ দূর করে। ত্বকে প্রদাহের সমস্যা উপশম করতে লাগাতে পারেন এই বিশেষ তেল।

সূর্যরশ্মির কারণে ত্বকের ক্ষতি হয়। সূর্যরশ্মির ক্ষতি থেকে মুক্তি পেতে লাগাতে পারেন কুমকুমদি তেল। জাফরান, চন্দন ও হলুদের মতো উপাদান আছে এই তেলে। এই উপকারী তেল দিয়ে ত্বকে লাগালে মিলবে উপকার।

ব্রণ-র সমস্যা লেগে থাকে সারা বছর। এই ব্রণ থেকে মুক্তি পেতে লাগাতে পারেন কুমকুমদি তেল। এই কুমকুমদি তেল ব্যবহারে দ্রুত ব্রণ দূর হবে। এমনকী, যাদের ত্বকে অধিক তেল নিঃশ্বরণ হয় তারা এই তেল ব্যবহার করতে পারেন। কুমকুমদি তেল ত্বকের জন্য বেশ উপযুক্ত।

কুমকুমদি তেল ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। কুমকুমদি তেল টোনার হিসেবে কাজ করে। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয় নরম। ত্বক উজ্জ্বল করতে কিংবা সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন কুমকুমদি তেল। তেমনই এই তেল ব্যবহারে ত্বকের পিগমেন্টেশন বা কালো দাগ দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এবার থেকে ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন এই তেল।

ত্বকের সমস্যা সমাধানে কিংবা শারীরিক জটিলতা দূর করতে ভরসা রাখতে পারেন আয়ুর্বেদিক টোটকার ওপর। ব্যবহার করতে পারেন আয়ুর্বেদিক তেল। এই সকল তেল নানান গুণ সম্পন্ন। যা যাবতীয় সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। রইল বিশেষ টোটকা। 

 

আরও পড়ুন-

শীতের মরশুমে দুটো করে ডিম খান, মিলবে একাধিক সমস্যা থেকে মুক্তি, জেনে নিন কীভাবে

অকালপক্কতার সমস্যা থেকে মুক্তি পেতে নারকেল তেল ও লেবুর রসের টোটকা ব্যবহার করুন, মেনে চলুন বিশেষ উপায়

স্ট্রেচ মার্ক দূর করতে ব্যবহার করুন অ্যালোভেরা জেল, বিশেষ উপায় ব্যবহারে মিলবে উপকার