সংক্ষিপ্ত

রুক্ষ্ম ত্বকের সমস্যা দূর করতে সর্ষের তেলের নানা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। সর্ষের তেলের সাথে চন্দন গুঁড়ো, গোলাপ জল, বেসন, হলুদ, অ্যালোভেরা জেল এবং মধু মিশিয়ে তৈরি করুন ঘরোয়া ফেসপ্যাক।

শুধু রান্নায় নয় এবার ত্বকের যত্নে ব্যবহার করুন সর্ষে। সর্ষে দিতে তৈরি করুন ফেসপ্যাক। ত্বকের জন্য বেশ ভালো সর্ষে। এই সর্ষের ব্যবহারে দূর হয় ত্বকের সমস্যা। এই সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় ভোগেন সকলে। সমস্যা থেকে মুক্তি পেতে সর্ষে ব্যবহার করুন। জেনে নিন কোন উপায় ব্যবহার করবেন এই প্যাক।

সর্ষের তেল, চন্দন গুঁড়ো ও গোলাপ জল

একটি পাত্রে সর্ষের তেল নিন। তাতে মেশান চন্দন গুঁড়ো। মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

সর্ষে তেল, বেসন ও হলুদ

প্রথমে হলুদ বেটে নিন। এবার পাত্রে হলুদ বাটা নিন। তাতে মেশান বেসন। এবার মেশান সর্ষে তেল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। হালকা ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

সর্ষে তেল ও অ্যালোভেরা জেল

অ্যালোভেরা গাছের পাকা কেটে জেল বের করে নিন। এবার তার সঙ্গে মেশান সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ভালো ঘষে ধুয়ে নিন। ঠান্ডা জলে মুখ ধুলে মিলবে উপকার।

সর্ষে তেল ও মধু

একটি পাত্রে সর্ষে তেল নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে। এতে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।

ত্বকের যত্নে ব্যবহার করুন সর্ষের তেল। এটি যাবতীয় সমস্যা দূর হবে।