সংক্ষিপ্ত
উজ্জ্বল ত্বক কার না পছন্দ। ত্বক উজ্জ্বল করতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। তেমনই কেউ পার্লার ট্রিটমেন্ট করেন তো কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন। তেমনই কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। এরই সঙ্গে কেউ কেউ ঘরোয়া প্যাক লাগান। এতে অনেক সময় লাভ হয় তো কখনও হয় না। এবার ব্যবহার করুন কমলালেবুর খোসা দিয়ে এই বিশেষ ফেসপ্যাক। এখন বাজার কমলালেবুতে ভরে গিয়েছে। সেই কমলালেবুর খাওয়ার সঙ্গে মুখে লাগান। কমলালেবুর খোসা দিয়ে এই বিশেষ উপায় প্যাক বানিয়ে লাগালে মিলবে উপকার।
কমলালেবুর খোস ও মুলতানি মাটি
কমলালেবুর খোস শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। এবার মুলতানি মাটির সঙ্গে কমলালেবুর খোস মিশিয়ে নিন। তাতে মেশান গোলাপ জল। এবার তা দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
কমলালেবুর খোস, হলুদ ও মধু
হলুদ প্রথমে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান কমলালেবুর খোস ও মধু। তা দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
কমলালেবুর খোস ও দই
কমলালেবুর খোস ও দই দিয়ে প্যাক বানিয়ে নিন। পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান কমলালেবুর খোস। তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
কমলালেবুর খোস ও লেবুর রস
কমলালেবুর খোস পাত্রে নিন। তাতে মেশান লেবুর রস। তা ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
এই প্যাক ব্যবহারে এক মিনিটে ত্বক হবে উজ্জ্বল। ব্যবহার করুন কমলালেবুর খোসা দিয়ে এই বিশেষ ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।