চুলের নানান সমস্যা থেকে মুক্তি পেতে চাল ধোয়া জল ব্যবহার করুন। চালের জলে থাকা পুষ্টি চুলকে করে তোলে শক্তিশালী। জেনে নিন কীভাবে চাল ধোয়া জল ব্যবহার করবেন।
চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ ঘরোয়া প্যাক লাগান তো কেউ আবার পার্লার ট্রিটমেন্ট করান। চুলের সমস্যা সমাধানে নাজেহাল অবস্থা হয় অধিকাংশেরই। এবার চুলের যত্নে ব্যবহার করুন চাল ধোয়া জল। এই কয় উপায় ব্যবহার করলে মিলবে উপকার। জেনে নিন কী করবেন।
চালের জলে বেশি পরিমাণে পুষ্টি আছে। এই জল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করতে রক্ত সঞ্চালন হবে উন্নত। চুল হবে শক্তিশালী। চালের জল হালকা গরম করে নিন। তা বোতলে ভরে নিন। তা মাথার ত্বকে স্প্রে করুন। ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করন। ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত রোজ লাগালে মিলবে উপকার।
চাল ধোয়া জল ও অ্যালোভেরা দিয়ে প্যাক বানান। পাত্রে ভাতের জল নিন। তাতে মেশান অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে নিন। তা মাথার ত্বকে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন লাগালে মিলবে উপকার। এতে খুশকি দূর হবে।
চাল ধোয়া জল ও নারকেল তেল দিয়ে প্যাক লাগান। পাত্রে ভাতের জল নিন। তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। তা মাথার ত্বকে লাগান। হালকা ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
চাল ধোয়া জল ও মেথি দিয়ে প্যাক লাগান। আগের দিন পাত্র মেথি নিন। তাতে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। এবার সকালে বেটে নিন। এবার পাত্রে ভাতের জল নিন। তাতে মেশান মেথি বাটা। ভালো করে মিশিয়ে নিন। তা মাথার ত্বকে লাগান। হালকা ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন লাগালে মিলবে উপকার।
চাল ধোয়া জল ও লেবুর রস দিয়ে প্যাক লাগান। পাত্রে ভাতের জল নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। তা মাথার ত্বকে লাগান। হালকা ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে খুশকি দূর হবে।


