সংক্ষিপ্ত

শীতকালে ত্বকের যত্নে চিনির ব্যবহার। রুক্ষ্মতা, ফাটা ত্বক ও চুলকানির সমস্যা দূর করতে চিনি ও কফি, হলুদ, গ্রিন টি, টমেটোর মিশ্রণে তৈরি প্যাক ব্যবহারের টিপস।

শীতের মরশুমে একের পর এক পার্টি লেগেই আছে। এই সময় ত্বক উজ্জ্বল দেখানো মাস্ট। এদিকে শীতের সময় কীভাবে ত্বকের যত্ন নেবেন তা অধিকাংশ ঠিক করতে পারেন না। এদিকে শীতের দেখা দেয় যত ত্বকের সমস্যা। এই সময় রুক্ষ্ম ত্বক, ত্বক ফাটা, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। সমস্যা থেকে বাঁচতে পারেন এক চিমটে চিনির গুণে। রইল চিনি দিয়ে তৈরি প্যাকের হদিশ।

চিনি ও কফি

চিনি মিহি করে বেটে নিতে হবে। এবার তার সঙ্গে কফি মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চিনি ও হলুদ

একদিকে হলুদ বেটে নিন। অন্য দিকে চিনি মিহি করে বেটে নিতে হবে। দুটো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চিনি ও গ্রিন টি

গ্রিন টি-র পাতা শুকিয়ে তা বেটে নিন। এবার মিহি করে বেটে রাখা চিনি ও গ্রিন টি এক সঙ্গে মেশান। এতে গোলাপ জল দিতে পারেন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চিনি ও টমেটো

টমেটো ভিতর থেকে কেটে জেল বের করে নিন। এবার তার সঙ্গে মেশান মিহি করে বেটে রাখা চিনি। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।