সংক্ষিপ্ত

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে লেবু, মধু, দুধ, হলুদ, অ্যালোভেরা এবং ফল ও সবজির রস ব্যবহার করুন। এই উপাদানগুলো ত্বককে নরম, উজ্জ্বল ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়া, এগুলো ত্বকের অতিরিক্ত তেল, ট্যান ও বলিরেখা দূর করে।

ত্বক নিয়ে নানান সময় জটিলতা চলতেই থাকে। এদিকে ত্বক সুন্দর না দেখালে সব সাজটাই মাটি। আজ রইল ত্বকের যত্নের বিশেষ টিপস। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ভরসা রাখুন ঘরোয়া এই কয় উপাদানের ওপর, জেনে নিন কী কী ব্যবহার করবেন ত্বকের যত্ন।

লেবু

লেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করে। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তেমনই ট্যান দূর করতে সাহায্য করে লেবু। পাত্রে জল নিন। তাতে মেশান পাতিলেবুর রস। তা ত্বকে লাগান। কিংবা দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

মধু

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ভরসা রাখুন মধুর ওপর। মধু ত্বককে নরম ও উজ্জ্বল করে। এটি বলিরেখা দূর করে। ত্বকের কালচে ভাব দূর করে। দুধের সঙ্গে মধু মিশিয়ে প্যাক বানান। কিংবা ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান মধু। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।  

দুধ

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করুন দুধ। দুধ দিয়ে ধরোয়া প্যাক বানান। পাত্রে বেসন নিয়ে তাতে মেশান দুধ। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

হলুদ

ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন হলুদ। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হলুদে। হলুদের সঙ্গে দুধ দিয়ে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। হলুদ বাটার সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। 

অ্যালোভেরা

ত্বককে ময়েশ্চরাইজ করতে ও ত্বক উজ্জ্ববল করতে ব্যবহার করুন অ্যালোভেরা। অ্যালোভেরা জেল ত্বকে লাগান। মিলবে উপকার। 

ফল ও সবজির রস

গাজর, বিট, শসা, টমেটো, বেদানা, পালং শাক, কমলার রস, আপেলের রস, কিউ ফলের জুস বা তরমুজের রস লাগান ত্বকে। যাবতীয় সমস্যা দূর হবে। সঙ্গে ত্বকে আসবে জেল্লা। মেনে চলুন এই বিশেষ টিপস। ত্বকের জন্য বেশ উপকারী এই উপাদান।