সংক্ষিপ্ত
চুল সুন্দর করতে সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট করেন। এবার চুল সুন্দর করতে হাতিয়ার করুন টমেটো। না খেয়ে মাথায় মাখুন টমেটো। মিলবে উপকার। জেনে নিন কীভাবে প্যাক তৈরি করবেন।
টমেটো ও দই-র প্যাক
হেয়ার প্যাক বানান টমেটো ও দই দিয়ে। টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান টমেটো। ভালো করে পেস্ট তৈরি করুন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
টমেটো ও মধুর প্যাক
প্যাক বানান টমেটো ও মধু দিয়ে। টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে মেশান মধু। তা তুলোয় করে চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
টমেটো ও লেবুর রসের প্যাক
প্যাক বানাতে পারেন টমেটোর লেবুর রস দিয়ে। টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে মেশান লেবুর রস। চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
টমেটো ও ডিমের প্যাক
একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। ভালো করে ফেটিয়ে নিন। অন্যদিকে, টমেটো কেটে তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে ডিম মেশান। প্যাক বানান। তা চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
টমেটো ও অ্যালোভেরার প্যাক
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার টমেটো কেটে নিন। মিক্সিতে তা দিয়ে ব্লেন্ড করে নিন। দুটো উপাদান ব্লেন্ড করে প্যাক বানান। তা চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।