সংক্ষিপ্ত

নখের সঠিক যত্ন না নিলে তা সৌন্দর্যের মাঝে ব্যঘাত হয়ে দাঁড়ায়। দুর্বল নখের সমস্যা শুধু তা নয়, নখ হলুদ হয়ে যাওয়া আরও একটি বড় সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। নখের হলুদ ভাব দূর করতে মেনে চলুন এই কয়টি জিনিস। 

হাতের নখ সুন্দর হোক, তা সকলেই কাম্য। লম্বা, সুন্দর আকারের শক্তপোক্ত নখ সকলেই পছন্দ করে। এর ওপর সুন্দর করে নেইল পলিশ লাগাতে কিংবা নেইল আর্ট করতে কার না ভালো লাগে। তবে, গ্যাঁটের কড়ি খরচ করে এই সব নকশা অনেকে করেন ঠিকই, কিন্তু নখ শক্ত না হলে পুরো সাজটাই মাটি। নখের যত্ন নিতে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাই সকলে। রূপচর্চায় নখের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নখের সঠিক যত্ন না নিলে তা সৌন্দর্যের মাঝে ব্যঘাত হয়ে দাঁড়ায়। দুর্বল নখের সমস্যা শুধু তা নয়, নখ হলুদ হয়ে যাওয়া আরও একটি বড় সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। নখের হলুদ ভাব দূর করতে মেনে চলুন এই কয়টি জিনিস। 

টি ট্রি অয়েল ও অলিভ অয়েলের মিশ্রণ ব্যবহার নখের সমস্যা দেখা দেয়। একটি পাত্রে টি ট্রি অয়েল ও অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর তা তুলোয় করে নখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। অথবা এই পাত্রে নখ ডুবিয়ে রাখুন। এতে নখের হলুদ ভাব দূর হবে। এই টোটকা বেশ উপকারী। এতে যেমন নখের হলুদ ভাব দূর হয়, তেমনই সমাধান হবে দূর্বল নখের সমস্যা।

অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে নখের যত্ন নিতে পারে। অ্যাপেল সিডার ভিনিগার নিন। তাতে মেশান ২ চামচ গরম জল। এবার  তুলোয় করে নখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন। তা না হলে একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে তাতে নখ ডুবিয়ে রাখুন। এতে নখের হলুদ ভাব দূর হবে। এই টোটকা বেশ উপকারী। 

ত্বক থেকে চুলের যত্ন, সবেতেই ব্যবহার হয় লেবুর রস। খুশকি দূর করতে ও চুলে জেল্লা আনতে অনেকেই পাতিলেবুকে হাতিয়ার করে। তেমনই নখের যত্নে ব্যবহার করুন পাতিলেবু। এতে রয়েছে ভিটামিন সি। পাতিলেবু কেটে টুকরো করে নিন। এবার সেই কোয়া নখে ঘষে নিন। কিছুক্ষণ রেখে হালকা গরম জলে নখ ধুয়ে নিন। এতে নখ শক্ত হবে। তেমনই দূর হবে নখের হলুদ ভাব। নখের যত্ন নিতে বেশ উপকারী হল পাতিলেবুর রস। এবার থেকে যত্ন নিতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস।  

আরও পড়ুন- ফুসফুস ছাড়াও নানান রোগের কারণ হল ধূমপান, World No tobacco Day-তে রইল তামাকের ক্ষতির কথা

আরও পড়ুন- পালিত হচ্ছে বিশ্ব তামাকবিরোধী দিবস, জেনে নিন কেন ৩১ মে দিনটি নির্দিষ্ট করা হয়েছে

আরও পড়ুন- মঙ্গলেও বড় ধাক্কা, চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, রূপোর দর কোথায় ঠেকল