সংক্ষিপ্ত

সঠিক ভাবে মেকআপ (Makeup) ফুটিয়ে তোলা সহজ নয়। এতে একদিকে যেমন জানতে হয় মেকআপ করার পদ্ধতি, তেমনই প্রয়োজন ধৈর্য্যর। এবার থেকে পারফেক্ট মেকআপ (Perfect Makeup) করতে মাথায় রাখুন কয়টি জিনিস। এই পাঁচ পদ্ধতি মেনে মেকআপ করুন। তাহলে সহজে ফুটে উঠবে আপনার সৌন্দর্য।

গরম মানেই একের পর এক অনুষ্ঠান। বৈশাখে অনেকেরই বিয়ের নিমন্ত্রণ থাকে। আর বিয়ে বাড়ি মানে, ভারী শাড়ি সঙ্গে পারফেক্ট মেকআপ (Perfect Makeup) । যে কোনও বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে মেকআপ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। কারণ, সঠিক ভাবে মেকআপ (Makeup) ফুটিয়ে তোলা সহজ নয়। এতে একদিকে যেমন জানতে হয় মেকআপ করার পদ্ধতি, তেমনই প্রয়োজন ধৈর্য্যর। এবার থেকে পারফেক্ট মেকআপ (Perfect Makeup) করতে মাথায় রাখুন কয়টি জিনিস। এই পাঁচ পদ্ধতি মেনে মেকআপ করুন। তাহলে সহজে ফুটে উঠবে আপনার সৌন্দর্য। 

সময় নিয়ে মেকআপ করুন। মেকআপ সুন্দর করে ফুটিয়ে তুলতে চাইলে তাড়াহুড়ো করবেন না। সবার আগে সঠিক মেকআপ কিট কিনুন। ত্বকের জন্য উপযুক্ত প্রোডাক্ট (Products) যেমন কিনবেন, তেমনই সঠিক শেড (Shades) কিনবেন। মেকআপ করার আগে সকল প্রোডাক্ট এক জায়গায় নিন। আর মেকআপ লাগানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তবেই মেকআপ (Makeup) লাগাবেন। 

ক্রুটি হীন মুখ তৈরি করুন। ফাউন্ডেশন (Foundation) লাগানোর পর অবশ্যই কনসিলার লাগাবেন। মুখের সকল খুঁতে ঢাকা যায় কনসিলারে। চোখের তলার কালো দাগ (Black Spot), কালো প্যাচ, ব্রণর দাগ সবার আগে ঢেকে নিন। আর চোখের ও ঠোঁটের মেকআপ (Makeup) করার আগে চোখের তলার অংশে একটা চাপা দিন। তা না হলে শ্যাডো গালে গেলে যাবে।    

মেকআপ শেষ করুন সঠিক ভাবে। শেষের দিকে অনেকেই ধৈর্য্য হারিয়ে ফেলে। তাই টাচ আপ (Touch Up) ঠিক করে না। শেষের ধাপ ঠিক মতো না করলে, মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শেষের ধাপ অর্থাৎ টাচ আপ ভালো করে করবনে।   

অনুষ্ঠানের কথা মাথায় রেখে ঠোঁটের মেকআপ (Lip Makeup) করবেন। ঠোঁটের মেকআপ ঠিক না হলে পুরো সাজটাই মাটি। ঠোঁটের মেকআপ করার আগে চারদিকে লিপলাইনার লাগাবেন। তারপর ব্যবহার করবেন লিপস্টিক। আর শেষে টিসু বুলিয়ে নিন। এতে দাঁতে লিপস্টিক লাগবে না। 

মেকআপের সময় চোখের মেকআপ (Eye Makeup) খুবই গুরুত্বপূর্ণ। দিনের বেলার অনুষ্ঠানে পরুন হালকা করে লাইনার ও কাজল। আর সন্ধ্যায় নিমন্ত্রণ থাকলে স্মোকি আই অথবা শ্যাডো ব্যবহার করে নতুনত্ব কিছু করতে পারেন। তবে, মুখের মেকআপের সঙ্গে চোখের সাজ যেন মানানসই হয় এই কথা সব সময় মাথায় রাখতে হবে।  

আরও পড়ুন- যোগী ফের মুখ্যমন্ত্রী হলে তবেই দাড়ি ও চুল কাটবেন, প্রতিজ্ঞা করলেন রাজারাম

আরও পড়ুুন- প্রকাশিত হল কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট পরীক্ষার দিন, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- কলকাতা সহ অন্যান্য শহরে পেট্রোলের দামের গতি প্রকৃতি কেমন রয়েছে জেনে নিন