সংক্ষিপ্ত

কালী পুজো পালিত হবে ২৪ অক্টোবর। সন্ধ্যা ৪.৫৭ মিনিটে পড়ছে অমাবস্যা। অমাবস্যা ছাড়বে ২৫ অক্টোবর দুপুর ৪.২৬ মিনিট পর্যন্ত। কালীপুজোর সাজগোজ নিয়ে সকলেই বেশ চিন্তিত থাকে। এবছর দীপাবলির সাজে তাক লাগিয়ে দিন সকলকে, মেনে চলুন এই কয়টি ফ্যাশন টিপস। বাঙালির কাছে দীপাবলি খুবই গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনের সাজে নজর কাড়ুন সকলকে।

রাত পোহালেই কালীপুজো। ধনতেরাস দিয়ে শুরু হয় উৎসব। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। তিথি অনুসারে, ধনতেরাস পড়েছে ২৩ অক্টোবর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর। আর তিথি শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিটে। ধন্বন্তরী দেবের পুজো করার শুভ সময় রবিবার ২৩ অক্টোবর ৫.৪৪ থেকে ৬.০৫ পর্যন্ত। তিথি অনুসারে এবছর কালী পুজো অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। সন্ধ্যা ৪.৫৭ মিনিটে পড়ছে অমাবস্যা। অমাবস্যা ছাড়বে ২৫ অক্টোবর দুপুর ৪.২৬ মিনিট পর্যন্ত। কালীপুজোর সাজগোজ নিয়ে সকলেই বেশ চিন্তিত থাকে। এবছর দীপাবলির সাজে তাক লাগিয়ে দিন সকলকে, মেনে চলুন এই কয়টি ফ্যাশন টিপস। বাঙালির কাছে দীপাবলি খুবই গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনের সাজে নজর কাড়ুন সকলকে। 

দীপাবলিতে ইন্দো ওয়েস্টার্ন পোশাক পরতে পারেন। চাইলে শাড়ি পরতে পারেন। তবে, সিল্ক ও সিফন পরবেন না। এই সব প্রদীপ ও বাজি পোড়ানো হয়। তাই সুতির পোশাক পরাই ভালো। এবছর পোশাক বেছে নিন গুরুত্ব সহকারে। এমন পোশাক পরুন যাতে স্টাইলও হবে সঙ্গে বজায় থাকবে সুস্থতা। 

পরতে পারেন একরঙা হ্যান্ডলুম। এর সঙ্গে টিমআপ করুন প্রিন্টেড ব্লাউজ। সঙ্গে ডোকরা কিংবা হ্যান্ড মেনড জুয়েলারি সকলের নজর কাড়বে। একেবারে অন্যভাবে সাজতে চাইলে বেছে নিন এমন এক রঙা হ্যান্ড লুম শাড়ি। এর সঙ্গে পরুন হ্যান্ডমেড জুয়েলারি। কালীপুজোর দিনে সকলের নজর কাড়তে মেনে চলুন এই টোটকা। 

হলুদ, লাল ও কমলা রঙের পোশাক পরতে পারেন। দিওয়ালিতে এই তিন রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এই দিন রাশি অনুসারে পোশাক পরতে পারেন। এমন রঙ পরুন যা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে।  

কালী পুজোর দিন চুলের সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। চুল বেঁধে রাখুন। খোঁপা, টপ নট পরতে পারেন। করতে পারেন রেস্ট্রো পনিটেল। ভিন্টেজ কার্ল করতে পারেন। মাঝারি মাপের চুল হলে, তা দিয়ে স্টাইল করা বেশ কঠিন। সেক্ষেত্রে বেছে নিন এমন স্টাইল। পুজোর এই দিন এমন স্টাইল করুন যা চমক দেবে সকলকে। মেনে চলুন এই বিশেষ টিপস। দীপাবলির সাজে তাক লাগিয়ে দিন সকলকে, মেনে চলুন এই কয়টি ফ্যাশন টিপস। 

আরও পড়ুন- পালং শাক না মেথি, কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী

আরও পড়ুন- দাদা মায়ের দেখা পেল, আমি পেলাম না! এতই পাপী, এই আক্ষেপেই ৩৬-এ আত্মঘাতী পান্নালাল

আরও পড়ুন- সবজির পুষ্টিগুণ বাঁচাতে রান্নার সময় এই ৫টি কাজ করবেন না, জেনে নিন সঠিক কৌশল