লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে ত্বকে ফুটে ওঠে। যা অবহেলা করলে মারাত্মক লিভার রোগ ধরা পড়তে দেরি হতে পারে।
সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধছে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি।
আজকের ব্যস্ত জীবনে নিজের দিকে খেয়াল রাখা বেশিরভাগের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তার সাথে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া ও জীবনযাপন আরও ঝুঁকির দিকে ঠেলে দেয় আমাদের। লিভারের সমস্যা প্রথমেই ফুটে ওঠে আমাদের ত্বকে। অথচ আমরাই খেয়াল করিনা।
ত্বক দেখে চিনুন লিভারের সমস্যার ৫টি লক্ষণ
১। মুখ বা চোখে হলদে ভাব
লিভার যদি বিলিরুবিন সঠিকভাবে প্রসেস করতে না পারে, তা রক্তে জমে গিয়ে মুখ বা চোখের সাদা অংশকে হলুদ করে দেয়। এটিই জন্ডিসের প্রাথমিক লক্ষণ। অনেকেই এই পরিবর্তন চোখ এড়িয়ে যান, যা বিপজ্জনক হতে পারে।
২। চোখের নিচে ফোলা বা কালো দাগ
ঘুমের অভাব ছাড়াও চোখের নিচে ফোলাভাব বা কালো দাগ হতে পারে লিভার ফাংশনে সমস্যা হলে। বিষাক্ত উপাদান শরীরে জমে গিয়ে মুখে ক্লান্তির ছাপ ফেলে। যদি এটি দীর্ঘ সময় ধরে থাকে, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
৩। মুখ, গলা বা বুকে লাল রক্তনালীর সূক্ষ্ম জাল
এটি অনেক সময় মনে হতে পারে ত্বকের সাধারণ র্যাশ বা অ্যালার্জি। কিন্তু আসলে তা লিভারের সমস্যার কারণে হরমোন ভারসাম্য নষ্ট হলে হতে পারে। বিশেষ করে মহিলা ও লিভার সিরোসিস রোগীদের মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়।
৪। মুখে চুলকানি বা জ্বালাপোড়া
কোনও অ্যালার্জি বা বাহ্যিক কারণ ছাড়াই যদি মুখের ত্বকে চুলকানি বা জ্বালা হয়, তা লিভারের বিপাকে সমস্যা নির্দেশ করতে পারে। এটি হয় যখন পিত্ত ঠিকভাবে শরীর থেকে বের হতে না পেরে ত্বকে জমা হয়।
৫। হাতের তালুতে লালচে বা কমলা ভাব
এই লক্ষণকে অনেকেই ত্বকের সাধারণ রঙ পরিবর্তন ভেবে উপেক্ষা করেন। কিন্তু লিভারের কর্মক্ষমতা কমে গেলে Palmary erythema দেখা দিতে পারে, যেখানে তালুর চামড়া লালচে বা খসখসে হয়ে ওঠে।


