AI Cancer Detection: ক্যানসার কোষের বিভাজন শুরু হয়েছে কিংবা ক্ষুদ্র কোনও টিউমার মাথাচাড়া দিচ্ছে (cancer detection)?

AI Cancer Detection: চিকিৎসকেরা বলেন, একেবারে গোড়াতেই যদি ক্যানসারকে ধরা যায়, তাহলে তা ডালপালা মেলার আগেই সারিয়ে ফেলা সম্ভব। কিন্তু এমন বস্থায় ক্যানসার চিহ্নিত করাই প্রায় অসম্ভব একটা কাজ ছিল। 

এবার সেই সুবিধাই চলে এল দেশের হাতে। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ‘পেট-সিটি স্ক্যানার’ বসল গুরুগ্রামে। এআই পরিচালিত যন্ত্রটি ক্যানসারের কোষ চিনতে পারবে একেবারে শুরুতেই।

মেশিনটির নাম কী?

মেশিনটির নাম হল ‘ওমনি লেজেন্ড’। এটি তৈরি করেছে জিইহেল্থ‌কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা। গুরুগ্রামের একটি হাসপাতালে এই স্ক্যানারটি আপাতত বসানো হয়েছে। সেটি কাজ করবে ‘অ্যাডভান্সড ডিজিটাল ডিটেক্টর’ টেকনোলজির উপর ভিত্তি করে। সেইসঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অ্যালগরিদ‌্‌মের ব্যবহার করবেন চিকিৎসকরা। 

যার ফলে, অতি ক্ষুদ্র, ১.৪ মিলিমিটারেরও কম আয়তনের টিউমারও চিহ্নিত করতে পারবে এই স্ক্যানারটি। তাছাড়া এটাও জানা যাবে যে, সেই টিউমারটি পরবর্তী সময়ে ক্যানসারে আদৌ পরিণত হবে কি না।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্য কী বলছে?

ভারতে বেশিরভাগ ক্যানসার আক্রান্তের রোগ ধরা পড়ে অনেকটাই দেরিতে। শুধুমাত্র ক্যানসার শনাক্তকরণে দেরি হওয়ার জেরেই এই রোগে মৃত্যুর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অনেকক্ষেত্রেই আবার শরীরের কোথাও কোথাও টিউমার হলে তা ক্যানসার কি না, সেটা ধরতেই অনেকটা সময় লেগে যায়। আর যতদিনে সেই রোগ ধরা পড়ে, ততদিনের মধ্যে ক্যানসার কোষের বিভাজনও শুরু হয়ে যায়। 

এমনকি, বহু ধরনের ক্যানসার আছে, প্রাথমিক পরীক্ষাতেও সহজে ধরা পড়ে না। শুধু তাই নয়, এমন কিছু ক্যানসার রয়েছে, যেগুলি খালি চোখে দেখে বোঝার কোনও উপায় নেই। এবার সেই কাজটিই করবে AI পরিচালিত এই যন্ত্রটি। 

শুরুতেই এই মারণ রোগ ধরতে গেলে, এই নতুন এআই স্ক্যানারটি কাজে আসবে বলেই মনে করেছেন গবেষকরা। এই মুহূর্তে দেশের একটি হাসপাতালে যন্ত্রটি বসানো হয়েছে। তবে সেটি ঠিকমতো কাজ করলে, ভারতের আরও একাধিক জায়গায় সেটি বসানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

মূলত, মেশিনটি কাজ করবে ‘অ্যাডভান্সড ডিজিটাল ডিটেক্টর’ টেকনোলজির উপর নির্ভর করে। সেইসঙ্গে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত অ্যালগরিদ‌্‌মের ব্যবহার করবেন চিকিৎসকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।