সংক্ষিপ্ত

আপনি যদি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলতে চান তাহলে সবার আগে কোলেস্টেরল রাখুন নিয়ন্ত্রণে। এই বিশেষ জল পানেই কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে, জেনে নিন কীভাবে শরীর থাকবে সুস্থ।

 

অল্প বয়সে নানান রোগে আক্রান্ত হন অনেকেই। ডায়াবেটিস থেকে শুরু করে কিডনির সমস্যা। পেটের সমস্যা থেকে হার্টের সমস্যা দেখা দেয়। এই সকল রোগের মধ্যে অধিক মাত্রায় দেখা যায় কোলেস্টেরলের সমস্যা। আপনি যদি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলতে চান তাহলে সবার আগে কোলেস্টেরল রাখুন নিয়ন্ত্রণে।

হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাত্রা। পুষ্টিকর খাবারের অভাব, অনিয়ম এই সবের কারণে দেখা দেয় এমন সমস্যা। এবার থেকে মেনে চলুন বিশেষ টিপস। সুস্থ থাকতে এই পদ্ধতি অনুসরণ করুন।

কারিপাতা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি অ্যান্টি অক্সিডেন্টে পূর্ণ। যা কোলেস্টেরল কমায়। এছাড়া এই পাতার জল পান করা বেশ উপকারী।

কারিপাতার জলে আছে ফ্রি রাডিক্যালের বিরুদ্ধে লড়াই করার শক্তি। শরীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে কারিপাতার জল।

কারিপাতার রস বা জল পান করতে শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে শুরু করে। এর ফলে হার্টের ঝুঁকি কমতে থাকে।

জেনে নিন কীভাবে বানাবেন এই পানীয়। ১ গ্লাস জলে ৮-১০ টি কারিপাতা দিতে হবে। কারিপাতা জলে ফেলার আগে ভালো করে ধুয়ে নিন। এবার গ্যাসে কারিপাতাযুক্ত জল ভালোভাবে ফুটিয়ে নিন। এই জল ছেঁকে পান করুন। মিলবে উপকার।

এরই সঙ্গে নিয়ম করে ব্যায়াম করুন। শরীর সুস্থ রাখতে চাইলে সঠিক খাবার খান। পুষ্টিকর খাবার খান, সঙ্গে নিয়ম মেনে চলুন। এতে মিলবে উপকার। শরীর সুস্থ রাখতে নিয়ম মেনে চলুন। এতে মিলবে উপকার।