HKU5-CoV-2 Virus in China: ২০১৯ সালের শেষদিকে চিন থেকে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস (COVID-19)। এবার নতুন করে অতিমারীর আশঙ্কা তৈরি হয়েছে। ফের সেই চিন থেকেই ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস। ফলে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছে।
HKU5-CoV-2 Virus may lead to Pandemic: ফের সেই চিন। ফের সেই বাদুড়। প্রায় ৬ বছর পর ফের অতিমারীর (Pandemic) আশঙ্কা। এবার নতুন ভাইরাসের নাম এইচকেইউ৫-সিওভি-২ (HKU5-CoV-2 Virus)। এক গবেষণা বলছে, বাদুড় থেকে এখনও মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। নেচার কমিউনিকেশনস (Nature Communications) নামে এক সাময়িকপত্রে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি (Washington State University), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনলজি (California Institute of Technology) ও ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার (University of North Carolina) বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। মূলত মার্বিকোভাইরাস (Merbecoviruses) নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। করোনাভাইরাসেরই (Coronaviruses) এক ধরন মার্বিকোভাইরাস। এই ভাইরাসেরই ধরন হল প্রাণঘাতী মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস (MERS-CoV)। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার ৩৪ শতাংশ। আরব দুনিয়ায় উট থেকে মানবদেহে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এবার এইচকেইউ৫-সিওভি-২ ভাইরাসের উৎপত্তি হয়েছে বাদুড়ের দেহে। বিশেষ করে জাপানিজ হাউস ব্যাট প্রজাতির বাদুড়ের দেহ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আরব দুনিয়ায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
মানবদেহে ছড়িয়ে পড়বে ভাইরাস?
এই গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক মাইকেল লেৎকো জানিয়েছেন, এইচকেইউ৫-সিওভি-২ ভাইরাসে সামান্য বদল হলেই মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে। অধ্যাপক লেৎকো একজন ভাইরোলজিস্ট। তিনি মানুষের শরীরে থাকা কোষ নিয়ে গবেষণা করছেন। সাধারণত গলা, মুখ, নাকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
বাদুড় ছাড়াও অন্য প্রাণীর শরীরে পাওয়া যেতে পারে ভাইরাস?
গবেষকদের মতে, আপাতত বাদুড়ের শরীরেই এইচকেইউ৫-সিওভি-২ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে জঙ্গলে অন্য কোনও প্রাণীর শরীরেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। মানবদেহের কোষে এই ভাইরাস ছড়িয়ে পড়া সহজ নয়। এর জন্য ভাইরাসের প্রোটিনে সামান্য বদল দরকার। নতুন ভাইরাসে এখনও এই বদল হয়নি। তবে সেই বদল হতে পারে বলে আশঙ্কা গবেষকদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


