- Home
- Lifestyle
- Health
- Homeopathy Medicines: সময়ে-অসময়ে হোমিওপ্য়াথিতে ভরসা? জেনে রাখুন দরকারি এই ওষুধগুলির নাম
Homeopathy Medicines: সময়ে-অসময়ে হোমিওপ্য়াথিতে ভরসা? জেনে রাখুন দরকারি এই ওষুধগুলির নাম
Homeopathy Medicine: ছোটোখাটো খোসপাঁচড়া, ঘা থেকে দাঁতের যন্ত্রণা। এখনও অনেকের বাড়িতেই হোমিয়োপ্যাথির চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে কোন ওষুধ সবচেয়ে জনপ্রিয়? জেনে নিন সেই ওষুধের নাম এবং সেগুলি কী কী কাজে লাগে।

Petroleum 30
হাতের আঙুল ফাটা, একজিমা, ঘা একজিমা খোসপাঁচড়ায় এই হোমিওপ্যাথি ওষুধ বেশ কার্যকরী।
Coffea crud 200
চর্মরোগ, অত্যন্ত চুলকানি, রক্ত পড়া, জ্বালাপোড়া ভাব এবং অনিন্দ্রার মতন রোগ সারাতে এই হোমিওপ্য়াথি ওষুধ দারুণ উপকারি।
Croton Tig 200
যে কোনও ফোস্কা, জলপড়া, চুলকানি, ফোড়ার সংক্রমণের হাত থেকে এই রক্ষা পেতে এই ওষুধ ভীষণ কার্যকরি।
Dolichos 30
চামড়ার ভয়ঙ্কর চুলকানি, খোস পাঁচড়ায় এই ওষুধ ব্যবহার করা হয়। বড়ির আকারে এটি খাওয়া হয়। এটি হোমিয়োপ্যাথির সবচেয়ে পরিচিত ওষুধ।
Comocladia 30
লাল বর্ণের চামড়া, চামড়ায় ডোরা ডোরা দাগ, ফুস্কুরি ও তাতে চুলকানির জন্য উপশমের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়।
psorinum 200
গায়ের চামড়ায় প্রবল দুর্গন্ধ। স্নান করলেও দুর্গন্ধ যায় না, কদাকার চামড়া, শরীর একটু গরম হলেই চুলকায় রক্ত বেরোয় এই ধরনের রোগে ব্যবহার করা হয় এই Psorinum 200 ওষুধটি।
Echinacea Q
খোস, পাঁচড়া, চুলকানি, পারদ উপদংশজনিত চর্মরোগে এই ওষুধ ব্য়বহার করা হয়।
Sulpher 6
এই ওষুধটি ব্যবহার করা হয় চামড়া বা ত্বকের অসুখ নিরাময়ে। ভীষণ জ্বালা, গায়ের চামড়া দেখতে কদাকার, স্নান করার পর জ্বালাপোড়া বেড়ে যাওয়া এই ধরনের রোগে এই ওষুধ ব্যবহার করা হয়।
Urtica Urens 200
আমবাতে ভয়ানক চুলকানি, জ্বালাপোড়া, কাঁটাবেঁধার মত যন্ত্রণায় ব্যবহার করা হয় এই ওষুধ। এছাড়াও ক্ষত তাড়াতাড়ি শুকোতেও এটি দেন হোমিয়োপ্যাথির চিকিৎসকরা।

