সংক্ষিপ্ত
বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। মেদ কমাতে কী করবেন তা ঠিক করে উঠতে পারেন না। কেউ দীর্ঘক্ষণ জিমে কাটান। তেমনই আবার কেউ কঠিন ডায়েট করে থাকেন। ওজন কমাতে কে কী করবেন ঠিক করে উঠতে পারেন না। এবার ওজন কমাতে চাইলে এত কঠিন কিছু না করে মেনে চলুন বিশেষ টিপস। ওজন কমাতে চাইলে খাদ্যতালিকা থেকে বাদ দিন এই তিনটে খাবার, সপ্তাহে কমবে তিন কেজি, জেনে নিন কী কী।
চিনি
একেবারে বাদ দিন চিনি। চিনি ওজন কমাতে চাইলে সবার আগে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। চিনি খেলে বাড়ে ওজন। মেনে চলুন এই বিশেষ টিপস। কয়েক দিনেই ফারাক কমবে মেদ।
ময়দা
একেবারে বাদ দিন ময়দা। ময়দা দিয়ে তৈরি কোনও খাবার একেবারে খাবেন না। ওজন কমাতে চাইলে সবার আগে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। ময়দা খেলে বাড়ে ওজন। মেনে চলুন এই বিশেষ টিপস। কয়েক দিনেই ফারাক কমবে মেদ। একেবারে ময়দা বা ময়দা দ্বারা তৈরি খাবার খাবেন না। মেনে চলুন বিশেষ টিপস।
ভাত
ওজন কমাতে চাইলে চেষ্টা করুন ভাত না খেতে। ভাত খেলে বাড়ে মেদ। চেষ্ট করুন ভাত কিংবা রাইস জাতীয় খাবার না খেতে। এতে মেদ বাড়বে না।
এবার থেকে মেনে চলুন এই সকল টিপস। এরই সঙ্গে ভাজা ও তেল জাতীয় খাবার না খাওয়াই ভালো। এর থেকে বাড়ে মেদ। সঙ্গে খাবেন না প্যাকেট জাতীয় খাবার। এগুলোতে হিডেন সুগার। যা দ্রুত মেদ বাড়িয়ে দেয়।