সংক্ষিপ্ত

কিছু মানুষের আবার রোগভোগের জন্য কম ওজন হয়ে থাকে। একই ভাবে হজমের সমস্যাও থাকে। আর সেই সমস্যা থেকে মুক্তির জন্য ভরসা রাখতেই পারেন হোমিওপ্যাথির ওপর।

 

হজম শক্তি আর ওজন বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন হোমিওপ্যাথির ওপর। কারণ এর কোনও পার্শ্বক্রিয়া নেই। কিছু মানুষের জিনগত সমস্যার জন্যই ওজন কম হয়ে থাকে। কিছু মানুষের আবার রোগভোগের জন্য কম ওজন হয়ে থাকে। একই ভাবে হজমের সমস্যাও থাকে। আর সেই সমস্যা থেকে মুক্তির জন্য ভরসা রাখতেই পারেন হোমিওপ্যাথির ওপর। হোমিওপ্যাথির কয়েকটি ওষুধ রয়েছে।

হাইপারথাইরয়েডিজম, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, লিভারের সমস্যা, ক্রোনস ডিজিজ -এই সমস্যাগুলির জন্য অনেকেরই ওজন কমে যায়। আবার হতাশা আর মানসিক চাপের কারণেও ওজন কমতে পারে। সেগুলি মোকাবিলায় হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ।

ওষুধগুলি হল-

লাইকোপোডিয়াম

ওজন বাড়ানোর জন্য প্রয়োজনীয় ওষুধ। যে কোনও বয়সের মানুষ আর শিশুরা এই ওষুধ খেতে পারেন। এতে দ্রুত ওজন বৃদ্ধি পায়।

আলফালফা টনিক

যাদের ওজন কম তারা এই ওষুধটি নিয়মিত খেতে পারেন। এটি দ্রুত কাজ করে।

Nux vomica

এটি ওজন বাড়ানোর আদর্শ ওষুধ। নিয়মিত খেলে উপকার পাবেন।

ক্যালকেরিয়া ফস

কোনও রোগের কারণে ওজন কমে গেলে এই ওষুধটি নিয়মিত খেতে পারেন। তাহলে উপকার পাবেন। এটি রক্ত স্বল্পতা ও হজমের সমস্যা সমাধান করে।

চেলিডোনিয়াম

লিভারের সমস্যার জন্য যাদের ওজন কমে যায় তারা এই ওষুধটি খেতে পারেন। এটি ঘরোয়া ওষুধ হিসেবে কার্যকর।

ন্যাট্রাম মুর

বিষণ্নতা কাটাতে এই ওষুধ অত্যান্ত গুরুত্বপূর্ণ। এটি মনের সমস্যা সারিয়ে দেয়। মানসিক সমস্যার কারণে অনেকেরই ওজন কমে যায়। তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ।

তবে হোমিওপ্যাথি ওষুধ খেলে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তাতে সমস্যার দ্রুত সমাধান হবে।