এখন তিরিশের কোঠায় পড়লেই উচ্চরক্তচাপ আগে যা ভাবাই যেত না এই সমস্য়ার হাত থেকে বাঁচতে নিয়মিত ৮ঘণ্টা ঘুমোন অফিস থেকে বাড়িতে ফিরে পরিবারে সঙ্গে ফুরফুরে মেজাজে কাটান

এখন তিরিশের কোঠাতেও দেখা যায় উচ্চ রক্তচাপআগে যা ভাবাই যেত নাপাল্টে যাওয়া জীবনযাত্রা, অত্য়ধিক স্ট্রেসের মতো নানা কারণে এখন বলতে গেলে ঘরে ঘরে লোকজনের উচ্চ রক্তচাপতাই একে জেনে নিন, কীভাবে একে মোকাবিলা করবেন

ডাক্তার আপনাকে যদি কোনও ওষুধ দেয়, তাহলে তা নিয়ম করে খাবেনহুট করে যেন ভুলেও বন্ধ করে দেবেন নাআর নিয়মিত প্রেসার মাপাবেনযদি ওষুধের ডোজ কমানোর হয় বা বন্ধ করে দেওয়ার হয়, তাহলে তা আপনার চিকিৎসকের ওপরই ছেড়ে দিন

প্রতিদিন যাতে আটঘণ্টা নিয়মিত ঘুম হয় সেদিকে খেয়াল রাখুনজানবেন, দিনে কমপক্ষে আটঘণ্টা ঘুম খুব জরুরিযদি ঘুম না-হয় তাহলে মনোবিদের পরামর্শ নিনএই সময়টুকু ঘুমোতে না-পারলে শুধু রক্তচাপই বাড়বে তা নয়সেই সঙ্গে শরীর ও মনে অনেক সমস্য়া দেখা দেবে

অফিসের কারণে যদি একান্তই রাত জাগতে হয় তো অন্য় কথানইলে একদম রাত জাগবেন নাঅনেকে বেশি রাত অবধি কাজ করে বেলা দুপুর অবধি পড়ে পড়ে ঘুমোয়এই কাজ এখনই বন্ধ করা উচিতকারণ, রাতে ঘুমনোর সময়ে শরীরের ভাল হরমোন বা গুড হরমোনগুলোর ক্ষরণ হয়যা দিনে হয় না

মনে রাখবেন, অফিসে প্রত্য়েকেরই চাপ রয়েছেসেই সঙ্গে রয়েছে অনেক দুর্ব্য়বহার বা অপমানকিন্তু বাড়িতে এসে ভুলেও এ নিয়ে ভাবতে বসবেন নাচাইলে সব কথা কাছের মানুষকে খুলে বলুনতারপর একসঙ্গে সবাই মিলে গল্প করতে করতে থাকুনচাইলে টিভিতে কোনও ভাল অনুষ্ঠান দেখুনস্মার্ট ফোন না-ঘেঁটে পছন্দের ম্য়াগাজিন বা বই পড়ুনদেখবেন অনেক হাল্কা থাকবেনআর জেনে রাখবেন, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে মনের দিক থেকে হাল্কা থাকা কিন্তু খুব জরুরি

খাওয়াদাওয়ার দিকে নজর রাখবেনবেশি তেল-ঝাল-মশলাযুক্ত খাবার খাবেন নাশাকসবজি খান যতটা সম্ভবদিনে অন্তত একটা করে ফল খানফলের মধ্য়ে বেশি বাছাবাছির দরকার নেইমরশুমি ফল যা সস্তায় পাবেন তাই খানসুগার না-থাকলে কলা খান নিয়ম করে সুগার থাকলে শশা খেতে পারেনতবে নুন না-দিয়ে খাবার অভ্য়েস করুনদেখবেন,কচিশশা নুন ছাড়াই ভাল লাগবেতবে আবারও বলছি, সুগারের সমস্য়া না-থাকলে অবশ্য়ই কলা খানকারণ কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য় করেচাইলে তরমুজও খেতে পারেন গরমকালে

মুড়ি খেলে দোকানদারকে বলুন, নুন ছাড়া যে মুড়ি ভাজা হয়েছে সেই মুড়ি দিতেপাতে কাঁচা নুন একদম খাবেন না স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন যেভাবেই হোক না কেননইলে উচ্চরক্তচাপ কমবে নাএরজন্য় প্রয়োজন হলে মনোবিদের কাছে যান