সংক্ষিপ্ত
- এটিএম কার্ড নিয়ে দিনদিন সমস্যা বেড়েই চলেছে
- এসবিআই, আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কার্ডে এই সুবিধাগুলি আপনি পাবেন
- এটিঁএম কার্ডটিকে অন বা অফ করে রাখতে পারেন
- এটিএম কার্ড সুরক্ষিত রাখতে এসবিআই কুইক নামে একটি অ্যাপ ডাউনলোড করতে
সারা দেশ জুড়ে জালিয়াতির সংখ্যা ক্রমশ বাড়ছে। অনলাইন ব্যাঙ্কিং প্রতারণা থেকে মুক্তি পায়নি কলকাতাবাসী। কলকাতা পুলিশের গোয়েন্দা নড়চড়ে বসলেও নিস্তার মেলেনি এই খপ্পর থেকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে সুরক্ষা টিপস দেওয়ার পর এর কোনও সমাধান মেলেনি। এটিএম কার্ড নিয়ে দিনদিন সমস্যা বেড়েই চলেছে। কীভাবে এই সমস্যা থেকে নিজের এটিএম কার্ড সুরক্ষিত রাখবেন জেনে নিন।
আরও পড়ুন-ক্যালোরি নিয়ে নো টেনশন, শিল্পার ফ্রুট কেক রেসিপি-তেই জমবে আপনার বড়দিন...
আপনি চাইলেই এটিঁএম কার্ডটিকে অন বা অফ করে রাখতে পারেন। যখন এটিএম কার্ড ব্যবহার করছেন না তখন অনায়াসেই এটিএম কার্ডটিকে বন্ধ করে রাখুন। এর ফলে এটিএম কার্ড চুরি হলেও বা হারিয়ে গেলে বা হ্যাক হয়ে গেলেও আপনার কার্ডটি সুরক্ষিত থাকবে।
যখন আপনার এটিঁএম কার্ড বন্ধ থাকবে তখন কেউ চাইলেও আপনার টাকা তুলতে পারবে না। টাকা তুলতে গেলে সবার আগে এটিএম কার্ডটি অন করতে হবে।
এসবিআই, আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কার্ডে এই সুবিধাগুলি আপনি পাবেন।
আরও পড়ুন-নতুন বছরে শুরুতে স্ত্রীকে খুশি করতে চান, মেনে চলুন এই সহজ উপায়গুলি...
এসবিআই-এর এটিএম কার্ডের ক্ষেত্রে অন-অফ করতে চাইলে আপনাকে সবার আগে এসবিআই কুইক নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
আইসিআইসিআই-এর এটিএম কার্ডের ক্ষেত্রে অন-অফ করতে চাইলে আপনাকে আই-মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।
অ্যাক্সিস-এর এটিএম কার্ডের ক্ষেত্রে অন-অফ করতে চাইলে আপনাকে অ্যাক্সিস মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।