- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Christmas 2023: পরিবার ও বন্ধুদের জানান শুভেচ্ছা, রইল ক্রিসমাসের সের ১০ শুভেচ্ছা বার্তা
Christmas 2023: পরিবার ও বন্ধুদের জানান শুভেচ্ছা, রইল ক্রিসমাসের সের ১০ শুভেচ্ছা বার্তা
গত রাত থেকেই সর্বত্র চলছে বড়দিনের উৎসব। বর্ষশেষের এই উৎসবের দিনে শুভেচ্ছা জানান সকলকে। রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তা। পরিবার ও আত্মীয়কে পাঠাতে পারেন এমন বার্তা।

উপভোগ করো একটি অসাধারণ বড়দিন, বড়দিনের আবেশ তোমার জীবনে নিয়ে আসুক আনন্দ।
রইল বড়দিনের শুভেচ্ছা। সারাজীবন ভালো কাটুক, আনন্দে কাটুক।
প্রত্যাশা করি সুন্দর একটি দিনের, যে দিনটা শুধু তোমার হবে। প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের যেটা তোমার কথাই বলবে। মেরি ক্রিসমাস।
আগত নতুন বছর তোমার জীবনে নিয়ে আসুন আনন্দ। তার আগে বড়দিনে জানাই শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।
বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে। মেরি ক্রিসমাস।
বড়দিন মানে একরাশ খুশি। উপহার এবং আনন্দের সঙ্গে এই উৎসব উপভোগ করুন। রইল শুভেচ্ছা।
এই বড়দিনে সবার মন ভরে উঠুক সুখে, সম্প্রীতিতে ও সততায়। মেরি ক্রিসমাস।
বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে। মেরি ক্রিসমাস।
ক্রিসমাস হল এমন একটি জাদু কাঠি, যার পরশে পৃথিবীর সকল মানুষের জীবন আনন্দে ভরে ওঠে। মেরি ক্রিসমাস।
বড়দিনের আলোয় তোমার জীবন হয়ে উঠুক আলোকিত। শুভ বড়দিন।