- Home
- Lifestyle
- Lifestyle Tips
- মহা ষষ্ঠী শুভক্ষণে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
মহা ষষ্ঠী শুভক্ষণে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
মা দুর্গার আগমনে ধরণী আজ পূণ্যময়। শুভ মহা ষষ্ঠী উপলক্ষে সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পুজোর আনন্দে সকলের জীবন হোক আলোকিত।

তুমি মহামায়া, তুমি পাপের বিনাশক, তুমিই আমাদের দাও ছায়া… তোমার আগমনে শুদ্ধ হোক এ ধরণী। শুভ মহা ষষ্ঠী।
শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হল, ধূপ-দীপ আর শাঁখের আওয়াজ মায়ের আগমন জানিয়ে দিল.. শুভ মহা ষষ্ঠী।
আনন্দ আর ভালোবাসার উপহার নিয়ে, মা দুর্গা এলেন সকলের ঘরে। শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সকলকে।
পুজোর ভোরের ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া চারিদিকে আনন্দ আর আলো, সবাই থাকুন ভালো। শুভ মহা ষষ্ঠী।
সকলকে জানাই শুভ মহা ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজো কাটুক আনন্দে।
কত অপেক্ষার অবসান হল আজ, মা এসেছেন আজ ঘরে ঘরে থাকো তুমি সবার অন্তরে..প্রার্থনা করি, শুভ ষষ্ঠী।
আজ বাজে মনের মাঝে আগমনের গান। জগৎ-জননী মাকে করি আহ্বান। শুভ ষষ্ঠী।
শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। শুভ ষষ্ঠী।
নীল আকাশের মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলে, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদ-বেলা। শুভ ষষ্ঠী।
মহা ষষ্ঠীর শুভক্ষণে আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।