- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Beauty Care: ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে সহজেই! শুধু দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এই উপাদান
Beauty Care: ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে সহজেই! শুধু দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এই উপাদান
Beauty Care: ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে সহজেই! শুধু দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এই উপাদান
- FB
- TW
- Linkdin
)
ঘাড়ের কালো দাগের ঘরোয়া প্রতিকার : অনেক মহিলারই একটি সাধারণ সমস্যা হল ঘাড়ের চারপাশে কালো দাগ। মহিলারা মুখে ফেস প্যাক, মাস্ক ও ফেসিয়াল করে ত্বক সুন্দর করলেও, ঘাড়ের কালো দাগ তাদের কাছে একটা বড় সমস্যা।
হরমোনের পরিবর্তন, ইনসুলিন প্রতিরোধ, অতিরিক্ত ওজন-সহ নানা কারণে ঘাড় কালো হতে পারে। এর ফলে মহিলারা অস্বস্তি বোধ করেন এবং সৌন্দর্যও নষ্ট হয়। তবে, ঘরে থাকা কিছু জিনিস দিয়েই সহজে এই কালো দাগ দূর করা যায়। সেগুলো কী কী এবং কীভাবে ব্যবহার করতে হবে, তা জেনে নিন।
বিউলির ডালে প্রচুর প্রোটিন থাকে। এছাড়াও এতে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ফাইবার এবং ভিটামিন বি৬-এর মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে, এটা দিয়ে যে ঘাড়ের কালো দাগও দূর করা যায়, তা কি জানেন? চলুন, জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করতে হয়।
প্রথমে কিছুটা বিউলির ডাল দুধে ভিজিয়ে রাখুন। ডাল ভালোভাবে ভিজে গেলে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এই পেস্টটি ঘাড়, মুখ-সহ কালো দাগ থাকা জায়গাগুলোতে লাগান। এতে কালো দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে। এক সপ্তাহের মধ্যেই ভালো ফল পাবেন।
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো দই ও লেবুর রস নিন। সেটি ঘাড়ে লাগিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ঘাড়ের কালো দাগ সম্পূর্ণ দূর হয়ে যাবে। এরপর তুলোর সাহায্যে লেবুর রস ঘাড়ে ভালোভাবে লাগান। ২০ মিনিট পর গরম জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই পদ্ধতি অনুসরণ করলে ঘাড়ের কালো দাগ সম্পূর্ণভাবে চলে যাবে।