বারান্দায় পায়রা এসে বারবার নোংরা করছে? এই উপায়গুলি মানলে আর আসবে না
আপনার বাড়ির বারান্দায় কি পায়রার উপদ্রব বেড়েছে? পায়রা একবার আসতে привыk হয়ে গেলে, তারা সবকিছু নোংরা করে দেয়। তবে, এই টিপসগুলি অনুসরণ করলে পায়রা আর আপনার বাড়ির দিকে ফিরেও তাকাবে না।
14

Image Credit : Asianet News
পায়রা তাড়ানোর উপায়
পায়রা বারান্দায় বা জানালার পাশে বাসা তৈরি করে নোংরা করে। এর ফলে স্বাস্থ্য সমস্যাও হতে পারে। কিছু সহজ ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
24
Image Credit : Asianet News
1.কাঁটাযুক্ত গাছ
বারান্দায় ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছ লাগান। এর কাঁটার ভয়ে পায়রা কাছে আসবে না এবং বসতে পারবে না। এটি পায়রা তাড়ানোর একটি দুর্দান্ত উপায়।
34
Image Credit : Freepik
২. বার্ড স্পাই
বারান্দার রেলিং বা এসির ওপর বার্ড স্পাই লাগালে পায়রা বসতে পারে না। এছাড়া, পুরনো সিডি বা চকচকে কোনো বস্তু ঝুলিয়ে রাখলে, তাতে আলোর প্রতিফলন পায়রাদের ভয় দেখায়।
44
Image Credit : our own
3. বারান্দায় নেট
বারান্দায় নেট লাগালে পায়রা ঢুকতে পারে না। ভিনিগার জলে মিশিয়ে স্প্রে করলেও এর গন্ধে পায়রা দূরে থাকে। পায়রাকে কখনও খাবার দেবেন না, কারণ এতে ওরা বার বার ফিরে আসে।
Latest Videos
