Spider Problem: বাড়িতে মাকড়সা হচ্ছে মানেই বুঝতে হবে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন অপনার বাড়ি। নিয়মিত ঘর পরিষ্কার করলে মাকড়সা কেন, কোনও কীটপতঙ্গই বাসা বাঁধতে পারবে না আপনার ঘরে। এরপরও যদি ঘরে দু একটা মাকড়সার বাসা দেখে থাকেন তাহলে কী করবেন জানুন…
Spider Problem: ঘরের আনাচে কানাচে মশা,মাছি মাকড়সা থাকবেই তবে এগুলো দেখেই এক ছুটে মারতে যাবেন না এতে আপনারই সমস্যা হতে পারে। কেন জেনে নিন...
পেস্ট কন্ট্রোল দীপক শর্মার দাবি, দেখা মাত্রই মাকড়সা মেরে ফেলা উচিত নয়। আপনার ঘরে কী কারণে মাকড়সার উপদ্রব বাড়ছে সেটা আগে জানতে হবে। এরা মূলত খাবার এবং আশ্রয়ের সন্ধানেই আপনার ঘরে ঢোকে এবং পোকামাকড় খেয়েই বেঁচে থাকে।
বাড়িতে মাকড়সা হচ্ছে মানেই বুঝতে হবে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন অপনার বাড়ি। নিয়মিত ঘর পরিষ্কার করলে মাকড়সা কেন, কোনও কীটপতঙ্গই বাসা বাঁধতে পারবে না আপনার ঘরে। এরপরও যদি ঘরে দু একটা মাকড়সার বাসা দেখে থাকেন, তাহলে ওদের থাকতে দিন। কারণ জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...
মাকড়সাকে আপনি না ঘাটালে ও আপনাকে কোনও ক্ষতি করবে না। বরং এড়িয়েই চলবে আপনাকে। সাধারণত যেসব প্রজাতির মাকড়সা ঘরে বাসা বাধে তারা খাবারের খোঁজেই ঘুরে বেড়ায়। মাকড়সা নিয়ে বিভিন্ন গবেষণা বলে, আপনাকে উপদ্রবকারী বিভিন্ন ক্ষতিকারক ও রোগ বহনকারী ছোটো পোকা - মাকড় - পতঙ্গ ধরে খায়। পিঁপড়ে, মাছি, মশা, মথ, ছোট বা মাঝারি আকারের পোকা, আরশোলা, এমনকি অন্য মাকড়সাদের খেয়ে নেই, ফলে আপনার ঘরের পোকামাকড়ই নিয়ন্ত্রণে থাকে।
সাধারণত গরমকালে বেশি হয় মাকড়সা। তাই মোটামুটি গরম কমে গেলে বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে,এমনিই মাকড়সার জালও কমে যাবে। তবুও বাড়িতে মাকড়সার অতিরিক্ত উপদ্রব বাড়লে না মেরে অন্য উপায়ে তাড়ানোর চেষ্টা করুন। কারণ অনেক সময় কিছু প্রজাতির মাকড়সা পিঠে করে বাচ্চা নিয়ে যায়, মারতে গিয়ে এই বাচ্চাগুলো ছড়িয়ে পড়লে উপদ্রব আরও বাড়বে বই কমবে না।
মাকড়সা তাড়াতে কী করবেন? জানুন...
১। ভিনিগার এবং এসেনসিয়াল অয়েল স্প্রে:-
ভিনিগার, সুগন্ধী তেল মাকড়সা তাড়াতে কার্যকরী। ওই সব উপাদান দিয়ে বাড়িতেই বানাতে পারেন মাকড়সা তাড়ানোর স্প্রে। আধ কাপ জল, আধ কাপ ভিনিগার, দুই টেবিল চামচ তরল বাসন ধোয়ার সাবান, ২০ ফোঁটা থাইম অয়েল এক সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। ঘরের যে সমস্ত কোনে মাকড়সা থাকতে পারে সেই সব জায়গায় মাঝে মধ্যেই ওই স্প্রে ব্যবহার করুন।
২। লেবু:-
মাকড়সা জোড়ালো গন্ধ সহ্য করতে পারে না। যে কোনও ধরনের লেবুর গন্ধ গন্ধ মাকড়সা দূরে রাখতে সাহায্য করে। যেকোনও ধরনের লেবুর খোসা ঘরের দরজা বা জানলার নীচের অংশে ঘষে দিতে পারেন। তাতেও মাকড়সা দূরে থাকবে। বাজারে অবশ্য সাইট্রাসের গন্ধ যুক্ত ক্লিনারও পাওয়া যায়, সেই সমস্ত ক্লিনারও মাকড়সাকে দূরে রাখতে সাহায্য করবে।
৩। পুদিনার গাছ:-
ঘরে টবে পুদিনার গাছ লাগালে মাকড়সা ঘর থেকে দূরে থাকবে। তবে শুধু গাছের টব বসিয়ে দিলেই হবে না। গাছ থেকে যাতে ভালো গন্ধ ছড়ায়, তাই গাছকে যত্নে রাখতে হবে।
৪। দেবদারু কিংবা ইউক্যালিপটাস:-
বাড়িতে বাগান থাকলে ইউক্যালিপটাস গাছ লাগাতে পারেন। আবার এর গন্ধও জোরালো। বাগান না থাকলে খাঁটি দেবদারু গাছের কাঠও কাজে লাগতে পারে মাকড়সাকে দূরে রাখতে। অথবার ঘরের বিভিন্ন কোনায় ছড়িয়ে রাখতে পারেন দেবদারু কাঠের টুকরো। তাতেও মাকড়সা থাকবে দূরে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


