রান্নাঘর বা ঘরের মেঝেতে তেল পড়ে গেলে তা পরিষ্কার করা বেশ কঠিন। এই পোস্টে, আমরা ৩ টি সহজ ধাপে তেলতেলে মেঝে পরিষ্কার করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব।

রান্নাঘর হোক বা ঘরের মেঝেতে অনিচ্ছাকৃত তেল পড়ে গেলে তা মোছা দুষ্কর হয়ে ওঠে। মোছার পরেও তেলের পিচ্ছিল ভাব বড় বিপদ ডেকে আনতে পারে। আবার টেবিল বা স্ল্যাবের উপর তেল পড়লেও দাগ হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় জায়গাটি। এই অবস্থায় শুধু জল দিয়ে পরিষ্কার করা যথেষ্ট নয়, পরিষ্কার করতে হবে নির্দিষ্ট ধাপে।

মেঝেতে তেল পড়লে কী ভাবে পরিষ্কার করবেন?

প্রথম ধাপ

মেঝেতে তেল পড়ে গেলে জল বা সরাসরি কাপড় দিয়ে মোছার চেষ্টা না করে আগে তেলটুকু যতটা সম্ভব শুষে নিতে হবে পুরনো খবরের কাগজ, ব্লটিং পেপার, টিস্যু পেপার বা শুকনো সুতির কাপড় দিয়ে। এই ধাপটা সবচেয়ে জরুরি কারণ সরাসরি জল ফেললে তেল ছড়িয়ে যেতে পারে।

দ্বিতীয় ধাপ

এক বালতি গরম বা কুসুম গরম জলে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নিন। ডিশ ওয়াশ লিকুইড বা লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। এবার একটি পরিষ্কার কাপড় বা মপ সেই সাবান মিশ্রিত জলে ভিজিয়ে মেঝেতে ঘষে ভালো করে মুছে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে জল মুছে ফেলুন। এই পদ্ধতিতে তেলতেলে ভাব অনেকটা দূর হবে।

তৃতীয় ধাপ

যদি তেল ঘন বা খুব চটচটে ধরনের হয় যেমন সরিষার তেল, ঘি বা নারকেল তেল, তাহলে শুধু সাবান জল দিয়ে মোছা যথেষ্ট নাও হতে পারে। তখন বেকিং সোডা ব্যা অর করতে হবে।

তেল পড়ে যাওয়া জায়গায় বেকিং সোডা ছড়িয়ে দিন। ১০–১৫ মিনিট রেখে দিন যাতে এটি ভারী তেলতেলে ভাব শুষে নেয়। এরপর সাবান জল দিয়ে আবার মুছুন। তারপর আরেকবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

সারাংশ কাজের মাঝে হঠাৎ মেঝেতে তেল পড়ে গিয়েছে, এখন মুছলেও যাচ্ছে না পিচ্ছিল ভাব? মাত্র ৩টি ধাপে আপনিও সহজেই এবং নিরাপদে মেঝে পরিষ্কার করতে পারবেন।