- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Holi Wishes: দোল পূর্ণিমার শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ বার্তার
Holi Wishes: দোল পূর্ণিমার শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ বার্তার
দোলযাত্রার শুভেচ্ছা ও তাৎপর্যপূর্ণ বার্তা। এই উৎসব জীবনের দুঃখ দূর করে আনুক শুভ সূচনা। রঙে ভরে উঠুক মন ও কর্ম, মুছে যাক ভেদাভেদ।
| Published : Mar 14 2025, 07:45 AM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
)
Image Credit : Freepik
রঙের খেলা জীবনের গভীরেও ছড়িয়ে পড়ুক। রঙে রঙে প্রকাশ পাক মনের কথা। শুভ দোলযাত্রা।
210
Image Credit : Getty
বসন্তের মেজাজ রঙিন করে তোলে এই দোল উৎসব। শুভ দোলযাত্রা।
310
Image Credit : freepik
হোলির রং যেন রাঙিয়ে তোলে দুঃখকষ্টে থাকা প্রতিটি মানুষের জীবন। শুভ দোলযাত্রা।
410
Image Credit : SOCIAL MEDIA
জীবনের শুভক্ষণ হয়ে আনুক দোল উৎসব। সকল অশুভ বিনাশ হয়ে শুভ সূচনা হোক। শুভ দোলযাত্রা।
510
Image Credit : Our own
রং যেন শুধু ত্বকে না লাগে, রং লাগুর আপনার মনে। শুভ দোলযাত্রা।
610
Image Credit : Our own
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে- অক্ষরে অক্ষরে পালিত হোক রবীন্দ্রনাথের গানের লাইন। শুভ দোলযাত্রা।
710
Image Credit : Freepik
রঙের মধ্যে দিয়ে মুছে যাক সকল ভেদাভেদ। আনন্দ বয়ে আনুক এই উৎসব। শুভ দোলযাত্রা।
810
Image Credit : Freepik
তোমার জীবন আবিরের ছোঁয়ায় আরও উজ্জ্বল ও রঙিন হয়ে উঠুক। শুভ দোলযাত্রা।
910
Image Credit : Freepik
দোলযাত্রা এক বিশাল উৎসব। এই উৎসব দূর করুক জীবনের সকল দুঃখ। শুভ দোলযাত্রা।
1010
Image Credit : adobe stock
দোল পূর্ণিমার শুভ তিথিতে জানান শুভেচ্ছা। শুভ হোক এই উৎসব।