সংক্ষিপ্ত

শরীরের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় কী? জেনে নিন কিছু ম্যাজিকাল উপায়

ঘামের কারণে শরীরের দুর্গন্ধ কি আপনার সমস্যা? ঘাম তো আর বন্ধ করা যাবে না, কিন্তু শরীরের দুর্গন্ধ দূর করার জন্য ঘরে বসেই কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

এক

ঠান্ডা জলে স্নান করুন। ঠান্ডা জলে স্নান করলে শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমাতে এবং ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করে, যা শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

দুই

জলে গোলাপ জল মিশিয়ে স্নান করলেও শরীরের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও বাজু, ঘাড় ইত্যাদি অতিরিক্ত ঘাম হওয়ার স্থানে গোলাপ জল লাগিয়ে ধুয়ে ফেলতে পারেন।

তিন 

গরমে বাইরে বের হলে আইস ওয়াটার স্প্রে সাথে রাখুন। মাঝে মাঝে মুখে আইস ওয়াটার স্প্রে করলে ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করে।

চার

শরীরের যেসব স্থানে বেশি ঘাম হয় সেখানে অ্যাপল সিডার ভিনেগার লাগান। এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

পাঁচ

হলুদ পেস্ট তৈরি করে শরীরে লাগিয়ে স্নান করুন। সপ্তাহে অন্তত একবার হলুদ লেপে স্নান করলে ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণে থাকে।

ছয় 

একটি লেবু অর্ধেক করে কেটে বগলের ভেতরে ঘষুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

সাত 

টি ট্রি অয়েল জলে মিশিয়ে স্নান করলেও ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।