Gardening: বর্ষাকাল আসতে না আসতেই জবা গাছে পোকা ভরে যায়, কমে যায় ফুল। এবছর এক ঘরোয়া উপাদানেই ফুলে ভোরে উঠবে গাছ, কমবে পোকার উপদ্রবও।

Gardening: বাড়িতে ফুল গাছের বাগান কে না চায়? আর যদি সেটা হয় রঙবাহারি বিভিন্ন প্রজাতির জবা, তবে তো কথাই নেই। সারা বছর নানা রঙে ভরে থাকবে আপনার ফুলের বাগান। তবে গাছের সামান্য পরিচর্যার সমস্যাটির কথা আপনার ভুললে চলবে না। তার উপর আবার এই বর্ষাকালে অতিরিক্ত জল ও আর্দ্রতার কারণে গাছেদের রোগ হয়, পোকামাকড়ের আক্রমণও বাড়ে যা গাছের সার্বিক উন্নতির ওপর প্রভাব ফেলে।

ছোটখাটো কিছু ঘরোয়া টোটকা আপনার জবা গাছকে করতে পারে তাজা। তাতে গাছের পাতা তো সবুজ হবেই, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ফুলের সংখ্যা। উপায়? শুধুমাত্র একটু কাপড় কাচার ডিটারজেন্ট।

বর্ষাকালে পোকার আক্রমণ

বর্ষাকালে পিঁপড়ে এবং মিলিবাগ (একটি সাদা রঙের পোকা) জবা গাছকে আক্রমণ করে। যার ফলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং ফুল কম ফোটে। এই সমস্যাগুলি প্রতিরোধ করতে আপনার বাড়িতে রাখা ওয়াশিং পাউডার কার্যকরী হতে পারে। ওয়াশিং পাউডার পোকামাকড় মারতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন?

আপনি বাড়িতে যে ওয়াশিং পাউডার ব্যবহার করেন, তা এক লিটার জলে ভাল করে গুলে একটি বোতলে ভরে নিন। এবার দ্রবণটি জবা গাছের উপর স্প্রে করুন। স্প্রে করার সময় মনে রাখতে হবে যেন তা গাছের গোড়ার মাটিতে না মিশে যায়। ক্ষারযুক্ত ডিটারজেন্টের পিএইচ লেভেল মাটির গুণমানের উপর খারাপ প্রভাব ফেলবে।

কখন ব্যবহার করবেন?

ডিটারজেন্ট পাউডারের তরলটি সন্ধ্যায় ব্যবহার করা উচিত। পরের দিন গাছে পরিষ্কার জল দিন। গাছের গোড়ার মাটি ভিজে থাকলে, স্বাভাবিক সময় অন্তর অন্তর জল দেওয়া যেতে পারে।

কতবার ব্যবহার করবেন?

একবার ডিটারেন্ট স্প্রে করার পরেও যদি পোকামাকড় সম্পূর্ণ নির্মূল না হয়, তাহলে তিন চার দিন অন্তর অন্তর এই স্প্রে করা যেতে পারে।

ডিটারজেন্ট পাউডারের দ্রবণ স্প্রে করলে মিলিবাগ মরে যায়। পিঁপড়ে, পোকামাকড়ও দূর হয়। তাছাড়া এটি গাছের বৃদ্ধিও ত্বরান্বিত করে।