শিশুর কান সুরক্ষিত রাখবেন কীভাবে? এই ভুল করলে কিন্তু শ্রবণ শক্তি কমে যেতে পারে
শিশুর কান খুব সংবেদনশীল — খুব জোরে শব্দ শুধু অস্থায়ী কানে সমস্যা করবে না, বারবার হলে ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যেতে পারে। এই ধরনের ক্ষতি সাধারণত ফিরে আনা যায় না, তাই প্রতিরোধই সবচেয়ে জরুরি।
শিশুদের শ্রবণ রক্ষা করার টিপস
যেসব জায়গায় খুব জোরে শব্দ —
কনসার্ট, সিনেমা থিয়েটার, আতশবাজি, খেলাধুলার স্টেডিয়াম —থেকে দূরে থাকতে হবে সেটা শ্রবণের জন্য ক্ষতিকর হতে পারে।
এক্ষেত্রে শিশুদের জন্য ইয়ার মাফস ব্যবহার করতে পারেন। এটি শ্রবণের সমস্যা থেকে নিরাপদে রাখে।
তবে ইয়ারপ্লাগস (Earplugs) ক্ষতিকারক। এটি শ্রবণে সমস্যা ঘটাতে পারে।
এ ছাড়া দৈনন্দিন শব্দ নিয়ন্ত্রণ করতে হবে-
এম্প্লিফায়ার, টিভি বা গান প্লেয়ার ভলিউম মাঝারি রাখতে হবে, শিশুদের কাছে স্পিকারের খুব কাছে দাঁড়াবার অভ্যাসকে প্রশ্রয় দেওয়া চলবে না।
নিয়মিত শ্রবণ পরীক্ষা করাতে হবে। আর তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব যখন-শিশু সঠিকভাবে শব্দ চিহ্নিত করছে না বা কথা শুনে প্রতিক্রিয়া দিচ্ছে না বা কথা বলা ঠিক মতো হচ্ছে না —


