Swiggy Pawlice নামক এক অভিনব উদ্যোগ চালু করেছে Swiggy। সাড়ে তিন লক্ষ ডেলিভারি পার্টনারের সহায়তায় হারিয়ে যাওয়া পোষ্য খুঁজে পেতে সাহায্য করবে এই উদ্যোগ।

ঘরের দরজা খোলা পেতে না পেতেই এক ছুটে রাস্তায়, দৌড়ে গিয়েও খুঁজে পেলেন না আপনার পোষ্যকে। আবার হয়তো আপনার চোখের সামনে খেয়ে ছিল হঠাৎ দেখলেন আর নেই। আশেপাশে দিশেহারা হয়ে খুঁজেও পেলেন না তাকে। তবে এবার এই দুশ্চিন্তার সময়েই আপনার পাশে থাকবে ফুড ডেলিভারি অ্যাপ Swiggy। তারা এক অভিনব উদ্যোগ চালু করেছে "Swiggy Pawlice", যা দেশের সাড়ে ৩ লক্ষ ডেলিভারি পার্টনারের সহায়তায় হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে দিতে সাহায্য করবে আপনাকে।

কীভাবে কাজ করে এই ‘Pawlice’?

আপনার বাড়ির প্রিয় পোষ্যটি হারিয়ে গেছে? বা এমন কোনো পরিচিত আছে যার পোষ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, Swiggy Pawlice সম্পর্কে তাদের জানাতে ভুলবেন না। পেটের নতুন উদ্যোগ আশার আলো দেখাবে পেট পেরেন্টদের। Swiggy অ্যাপে গিয়ে একটি নির্দিষ্ট সেকশনে গিয়ে জানান দিতে পারবেন আপনার পোষ্য হারিয়ে যাওয়ার কথা। থানায় রিপোর্ট করার মতই আপনার পোষ্যের নাম, ছবি, শেষ কোথায় দেখা গিয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য জমা দিতে হবে সেখানে।

Swiggy -এর সাড়ে তিন লক্ষ ডেলিভারি পার্টনার দেশজুড়ে প্রতিদিন আপনার আমার শহরের বিভিন্ন রাস্তার অলিতে গলিতে ঘুরে বেড়ান, তারা কাজের ফাঁকেই নজর রাখবেন আশপাশে। আপনার হারিয়ে যাওয়া পোষ্য কারও নজরে পড়লে, সঙ্গে সঙ্গে তার বিষয়টি রিপোর্ট করবেন Swiggy-এর নির্দিষ্ট টিমকে। তবে, ভাববেন না যে ডেলিভারি পার্টনারাই আপনার বাড়ি পৌঁছে দেবে আপনার পোষ্যকে।

এবার sweet team এর তরফ থেকে পেট পেরেন্টদের খবর দেওয়া হবে। পোষ্যকে কোথায় দেখা গিয়েছে, কখন দেখা গিয়েছে, এইসব তথ্য যাচাই করেই জানানো হবে আপনাকে। এরপর মালিক নিজে গিয়ে সেই পোষ্যকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বাড়িতে।