কুমড়োর পাল্প মুখে লাগালে কী হয় জানেন? ত্বকের জেল্লা দেখলে চমকে যাবেন
কুমড়োর পাল্প মুখে লাগালে কী হয় জানেন? ত্বকের জেল্লা দেখলে চমকে যাবেন
| Published : Oct 23 2024, 10:19 PM IST / Updated: Oct 23 2024, 10:20 PM IST
- FB
- TW
- Linkdin
আমরা যে সবজি খাই তার মধ্যে নানা ধরনের পুষ্টি উপাদান থাকে। প্রতিটি সবজি আমাদের নানা উপকার করে। পুষ্টিগুণ সমৃদ্ধ সবজির মধ্যে কুমড়ো অন্যতম। এই কুমড়োর পুষ্টিগুণ শুধু আমাদের স্বাস্থ্যই కాదు.. সৌন্দর্যও বাড়ায়। বিশেষ করে কুমড়োর পাল্প মুখে লাগালে.. সৌন্দর্য বৃদ্ধি পায়। মুখের বলিরেখা কমানো থেকে শুরু করে.. আপনার বয়স কমাতে পারে।
তরুণ লুক আনবে কুমড়োর ফেস প্যাক…
কুমড়োতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, আয়রন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন পুষ্টি উপাদান থাকে। এটি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি, ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের জন্য কুমড়োর পুষ্টিগুণ মুখের বলিরেখা, কালো দাগ দূর করে তরুণ ত্বক পেতে সাহায্য করে। কিছু ফেস প্যাক বাড়িতেই তৈরি করে নিতে পারেন।