প্রহর গোনা শুরু! এবার ধ্বংস হতে শুরু করেছে পৃথিবী, হাতে আর কত দিন?
- FB
- TW
- Linkdin
নিবিরু নামের গ্রহ বা প্ল্যানেট এক্স-ই নাকি পৃথিবী ধ্বংসের কারণ!এ ছাড়াও মহাবন্যা বা বিধ্বংসী আগুনের কারণেও পৃথিবী ধ্বংস হতে পারে বলে মত বিজ্ঞানীদের। কিন্তু দিন কি একেবারেই এগিয়ে এল?
প্রতিদিনই প্রায় পৃথিবী ধ্বংসের কোনও না কোনোও কারণ সামনে আসে। কিন্তু আদতেই পৃথিবী কীভাবে ধ্বংস হবে তার কোনও সঠিক কারণ জানা যায়নি।
তবে বিজ্ঞানীরা বলছেন যে শ্বাসরোধ হয়েই নাকি পৃথিবীর মৃত্যু হচ্ছে। শ্বাসরুদ্ধ হয়েই এগোচ্ছে পৃথিবীর মৃত্যুর পথ।
২০২১ সালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গিয়েছে, যে পৃথবীর অক্সিজেন স্থায়ী হবে না। আগামী কয়েক বছরে হুহু করে অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীতে।
বায়ুমণ্ডলে বেড়ে যাবে মিথেনের পরিমাণ। মিথেনের কারণেই ধ্বংস হবে পৃথিবা। যেকোনও প্রাণীর শরীরের জন্যই অত্যন্ত ক্ষতিকারক এই গ্য়াস।
বিজ্ঞানীরা আরও বলেছেন যে গ্রিন হাউজ গ্যাসের জন্য ফুটতে শুরু করবে পৃথিবীর জল। বেড়ে যাবে পৃথিবীর উষ্ণতা।
আবার পৃথিবী ঠিক যেভাবে সৃষ্টি হয়েছিল ঠিক একই ভাবে পৃথিবীর সঙ্গে কোনও গ্রহাণুর সংঘর্ষে ধ্বংস হবে পৃথিবী।