Fashion Tips: কিছুদিন ব্যবহার করার পরই সাদা পোশাকের রঙ হারিয়ে যাচ্ছে? কীভাবে করবেন মুশকিল আসান? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Fashion Tips: পেশাদারিত্ব ও পরিপাটি দেখানো অফিসের সাদা ঝকঝকে শার্টটা কিছুদিন পড়ার পরেই মলিন হতে শুরু করে। যত পুরনো হয় হলুদ হতে থাকে যা ধুলেও পরিষ্কার হয় না। আবার নীল দিলে শার্ট নীল হয়ে যায় বেশি। তবে নতুনের মত শার্টের সাদা রং ফিরে পাওয়ার উপায়?

লন্ড্রির দোকানের মতই কিছু কৌশল জেনে রাখুন আপনার সাদা শার্টকে ঝকঝকে নতুনের মত করার জন্য। তবে সময় সাপেক্ষ, ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করলে নতুনের মতো ভালো থাকবে শার্ট।

১. প্রাথমিক ধোয়া : হালকা গরম জলে সাদা শার্ট ভিজিয়ে রাখুন, এর সাথে রঙিন কোন জামাকাপড় দেবেন না। এতে বেশিরভাগ ময়লাটাই উঠে আসবে।

২. লন্ড্রির মতো কৌশলে বিশেষ মিশ্রণ তৈরি : একটা বালতিতে জল নিন। এর উপর পুরনো কাপড় বিছিয়ে তার ওপর ব্লিচিং পাউডার ছড়াবেন, সরাসরি জলে মেশাবেন না। এবার ওয়াশিং সোডা মিশিয়ে ভালো করে গুলে রাখুন।

দশটা শার্টের জন্য ১০০ গ্রাম ব্লিচিং পাউডার এবং ২০০ গ্রাম ওয়াশিং সোডা ব্যবহার করতে পারেন। এই অনুপাতের শার্ট কম-বেশি হলে উপকরণও কম-বেশি করতে হবে।

৩. ভিজিয়ে রাখতে হবে একদিন : আপনার শার্ট গুলোকে এই মিশ্রণে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে ৮ থেকে ১২ ঘন্টা। তারপর হালকা হাতে ধুতে হবে। সময়ের অভাব থাকলে রাতে ঘুমানোর আগে ভিজিয়ে রাখুন সকালে উঠে ধুতে পারবেন।

৪. নীলের ব্যবহার (ঐচ্ছিক) : সাদা শার্ট আরও ঝকঝকে করতে চাইলে নীল ব্যবহার করতে পারেন, তবে ইচ্ছে হলে বা প্রয়োজন পড়লে তবেই। কারোর পছন্দ না হলে ব্যবহার করার দরকার নেই।

এরজন্য জলে অল্প নীল মিশিয়ে তার মধ্যে শার্ট ডুবিয়ে তখুনি ধুঁয়ে ফেলুন। তারপর রোদে শুকিয়ে নিন।

৫. ইস্ত্রি করতে হবে : রোদে শুকোনো শার্টে আগে হালকা করে জল স্প্রে করতে হবে। জল স্প্রে করলে শার্টে ভাঁজ কম পড়ে। শার্ট উল্টে নিয়ে বোতামের দিকের অংশটি আলতো করে ইস্ত্রি করুন। কাঁধ কলারো পিঠ ভালো করে ভাঁজে ভাঁজে ইস্ত্রি করুন।

সতর্কতা:-

শুধুমাত্র সাদা শার্ট হলেই ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, অন্য কোনো রঙিন জামা কাপড়ে ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না, এতে রঙ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি তাপমাত্রায় ইস্ত্রি করবেন না, পোড়া হলুদ দাগ হয়ে যেতে পারে। আবার একেবারে কম তাপমাত্রা হলেও শার্টের কোঁচকানো ভাব যাবে না।

লন্ড্রির দোকানের মতো ফলাফল পেতে এখন আর অতিরিক্ত খরচ করার দরকার নেই। সঠিক নিয়মে, সঠিক উপকরণ ব্যবহার করলেই ঘরে বসেই আপনার সাদা শার্ট থাকবে ঠিক যেন নতুনের মতো ঝকঝকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।