রোদে মুখ পুড়ে গেলে কী করবেন? রাতে '১' চামচ দইয়ের ফেস প্যাকই যথেষ্ট
রোদে মুখ পুড়ে গেলে কী করবেন? রাতে '১' চামচ দইয়ের ফেস প্যাকই যথেষ্ট
- FB
- TW
- Linkdin
)
Best Homemade Face Packs for Tan Removal : গরমকাল শুরু হওয়ার কারণে, বাইরে গেলে সূর্যের তেজ আমাদের ত্বকের ওপর খারাপ প্রভাব ফেলে। একটু সময়ের জন্য বাইরে গেলে ত্বকের রঙ বদলে যায়। আরও যদি বলতে হয়, তাহলে কালো হয়ে যায়। সেই পরিমাণে সূর্যের তেজ বেশি থাকে। তাই এই সমস্যা এড়াতে ত্বককে ভালোভাবে রক্ষা করা খুব দরকার। না হলে ত্বকের রঙ বদলে কালো হয়ে যাবে। পরে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন।
এই পরিস্থিতিতে, কড়া রোদে আপনার মুখ কালো হয়ে গেছে ভেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে কিছু ন্যাচারাল ফেস প্যাক দেওয়া হল। সেগুলো আপনি রাতে ঘুমোনোর আগে লাগিয়ে রাখলে, রোদে পোড়া আপনার মুখ ফর্সা হয়ে যাবে। সেগুলো কী কী ফেস প্যাক, তা এখন দেখে নেওয়া যাক।
একটি পাত্রে দুই চামচ দই ও এক চামচ হলুদ মিশিয়ে ভালো করে মিশিয়ে, সেই পেস্টটি আপনার মুখ, গলা ও হাতে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাক ব্যবহার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। আর এই ফেস প্যাক একদিন পর একদিন ব্যবহার করলেই যথেষ্ট। খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।
এর জন্য একটি কাপড় নিন। সেটা হালকা গরম জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে সেই কাপড়টি আপনার মুখে প্রায় ৫ মিনিট রাখুন। এরপর একটি টমেটো মিহি করে বেটে সেটা আপনার মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট। ত্বক কালো হবে না।
একটি পাত্রে এক চামচ লেবুর রস ও এক চামচ চিনি মিশিয়ে ভালো করে মিশিয়ে সেটা আপনার মুখ ও গলায় লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাক ব্যবহার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে ২ বার এই ফেস প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।
একটি পাত্রে এক চামচ হলুদের সঙ্গে অল্প পরিমাণে দুধ মিশিয়ে সেই পেস্টটি আপনার মুখ, গলা ও হাতে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন, তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাক সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট। আর সেটিও রাতে ঘুমোনোর আগে লাগাতে হবে।
এর জন্য একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল, এক চামচ হলুদ ও ২ চামচ মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে সেটা আপনার মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাক সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট।