সংক্ষিপ্ত
শীতকালে বেশিরভাগ সাপই ঘুমিয়ে থাকে। ফলে এই সময় সাপের আক্রমণের আশঙ্কা নেই। তবে এই সরীসৃপ এমনই বিপজ্জনক প্রাণী, আমাদের সারা বছরই সতর্ক থাকতে হয়।
বাড়িতে সাপ ঢুকে গিয়েছে? লাঠি দিয়ে মারার দরকার নেই, খুব প্রয়োজন না হলে বন দফতরে খবর দেওয়ারও দরকার নেই। বাড়িতে সবসময় মজুত থাকে এমন জিনিস দিয়েই সাপ তাড়ানো সম্ভব। মেঝে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যা ব্যবহার করেন, সেই ফিনাইল, মশা-আরশোলা তাড়ানোর জন্য ব্যবহার করা লাল ও কালো হিট দিয়েই সহজে সাপ তাড়ানো সম্ভব। রান্নাঘরে থাকা আরও কয়েকটি সাধারণ জিনিস দিয়েও সাপ তাড়ানো সম্ভব। ফলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। মাথা ঠান্ডা রাখতে হবে। সাপের কাছাকাছি যাওয়ার দরকার নেই। দূর থেকেই সামান্য কয়েকটি জিনিস ব্যবহার করে সাপ তাড়ানো যেতে পারে।
সাপ তাড়ানোর জন্য কোন বস্তুগুলি মোক্ষম অস্ত্র?
সর্প বিশেষজ্ঞদের মতে, ঝাঁঝালো গন্ধযুক্ত কিছু সহ্য করতে পারে না সাপ। এই কারণে তীব্র গন্ধযুক্ত কোনও তেল, ফিনাইল, বেকিং পাউডার, ফর্ম্যালিন, কেরোসিন বা পেট্রোল ছিটিয়ে দিলে সেখান থেকে চলে যাবে সাপ। এছাড়া মশা ও আরশোলা তাড়ানোর জন্য ব্যবহৃত হিটও স্প্রে করা যেতে পারে। তবে সাপের শরীরের উপর সরাসরি কোনও পদার্থ ছিটিয়ে দেওয়া উচিত নয়। তার ফলে সাপের ক্ষতি হতে পারে। সাপ কোনও খোলা জায়গায় থাকলে বা বাড়ির কোনও আনাচে কানাচে লুকিয়ে থাকলে তার চারপাশে এই পদার্থগুলি ছড়িয়ে দিলেই চলে যাবে।
সেরা অস্ত্র কার্বলিক অ্যাসিড
যে অঞ্চলগুলিতে সাপের উৎপাত সবচেয়ে বেশি, সেখানে সব বাড়িতেই কার্বলিক অ্যাসিড মজুত থাকে। এর সাহায্যে সহজেই সাপ তাড়ানো যায়। অন্য যে পদার্থই থাকুক না কেন, সাপ তাড়ানোর জন্য কার্বলিক অ্যাসিডের বিকল্প নেই। তাই প্রয়োজন মনে হলে বাড়িতে কার্বলিক অ্যাসিড মজুত রাখা যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিষধর চন্দ্রবোড়ার ছোবল দেওয়ায় সাপ নিয়েই হাসপাতালে ছুটল ব্যক্তি! দেখুন সেই মারাত্মক দৃশ্য
সাপ নাকি দানব? দৈত্য আকৃতির অজগর দেখে শিউরে উঠবেন সকলে, ভাইরাল ভিডিও
Snake: খালি হাতে প্লাস্টিকের জারে সাপ ধরলেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও