সংক্ষিপ্ত
এমন বৃদ্ধ রিক্সাচালক ইনি একা নন, আমার আপনার এলাকায় সব জায়গায় দেখতে পাবেন, কিন্তু এমন উদার মনে সাহায্য করার মানুষ খুব দেখা যায়।
কথাতেই আছে যে, ''বয়স নয়, পরিস্থিতি সিদ্ধান্ত নেয় কোন বয়স থেকে কত বয়স পর্যন্ত অর্থ উপার্জন করা উচিত''। এমনই একটি ঘটনার জলজ্যান্ত প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায় হাত ধরে। এই প্ল্যাটফর্ম কয়েক সেকেন্ডের ভিডিওতে যেমন আপনারে বিভোর করে রাখতে পারে, আবার এমন মুহুর্ত ধরা পড়ে যা আপনার চোখে জল এনে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে এমনই এক বৃদ্ধ রিক্সাচালকের ভিডিও সামনে এসেছে যা দেখে আপনারও চোখে জল আসতে বাধ্য
এই ভিডিওতে দেখা গিয়েছে বয়সের ভারে নুইয়ে পড়া এক বৃদ্ধ ঘেমে নেয়ে রিক্সা টানছেন। দুবেলা দুমুঠো খাওয়ার তাগিদে শরীর সঙ্গ না দিলেও পেটের তাগিদে হাসিমুখে রিক্সার ভার টানছেন তিনি। আর বৃদ্ধের এই অবস্থা দেখে এক মহিলার উদারতা যে তিনি বয়ষ্ক মানুষটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রিক্সার ভাড়া ১০০ টাকার পরিবর্তে মহিলা বৃদ্ধ রিক্সাচালক-কে ১৫০০ টাকা দেন। সেই সঙ্গে ওনাকে দু-এক দিন বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন। দেখুন সেই হৃদয়বিদারক ভিডিও- যা অভয় রাজ নামে এক এক্স প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে-
এমন বৃদ্ধ রিক্সাচালক ইনি একা নন, আমার আপনার এলাকায় সব জায়গায় দেখতে পাবেন, কিন্তু এমন উদার মনে সাহায্য করার মানুষ খুব দেখা যায়। আমরা শপিংমলে, রেস্তোরাঁতে অতিরিক্ত টিপস দিতে কার্পণ্য করি না, পাছে আমাদের স্টেটাস নেমে যায়, কিন্তু আমরা রিক্সাচালক, সবজি বিক্রেতাদের সঙ্গে পাই পয়সার হিসেব বুঝে নেই। তবে যদি সত্যিই এমন একজন বয়ষ্ক মানুষ যদি পেটের দায়ে খাটতে দেখেন তবে আপনার যেটুকু সাধ্য বাড়িয়ে দিন সাহায্যের হাত। দেখবেন এই মানুষগুলোর মুখে হাসি দেখে আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠবে।