সংক্ষিপ্ত
- নিয়ম মেনেই ষষ্ঠীর সকালে ফলাহার
- জামাইয়ের পাতে থাকবেই ফলের রাজা আম
- কোন কোন ফলে সাজাবেন পাত
- জেনে নিন ফলের বাজার দর
জামাইষষ্ঠী মানেই দিনভর পাত জুড়ে নানা পদের সমাহার। সকালটা অনেকেই নিয়ম-মাফিক শুরু করেন ফলাহার দিয়ে। পাতে থাকে দই চিড়ে মিষ্ঠিসহ যাবতীয় ফলের সম্ভার। গ্রীষ্মের বাজার জুড়ে ফলের মেলা। একটা ছেড়ে অন্যটাকে হাতে তুলে নিতে ইচ্ছে হয় অনেকেরই। জামাইকে পাথরের থালায় বা কাঁচের প্লেটে সাজিয়ে দিতে হবে রকমারি ফল। আম, জাম, কাঠাল, লিচু, তরমুজ- বাদ যেন না পরে কিছুই।
তাই শনিবার জামাই আদরে ফলের পেছনে খসবে কত, জেনে নিন বাজারে যাওয়ার আগেইঃ
- আম- হিমসাগর (দামঃ ৫০ থেকে ৭০ টাকা প্রতি কেজি), ল্যাংড়া (৭০ টাকা কেজি)
- লিচু- এক ছড়ার দাম ৮০ টাকা।
- কাঁঠাল- ৫০ টাকা।
- তরমুজ- ৩৫ টাকা কেজি।
- কালো জাম- ১০০ টাকা কেজি।
সবে মাত্র কেটেছে রমজান মাস। শুরুতেই আগুন ছোঁয়া দাম হয়ে গিয়েছিল ফলের। কিন্তু এই পবিত্র মাস শেষ হতে না হতেই জামাইষষ্ঠীর পালা। ফলেই বাজার দরে খুব একটা হের ফের দেখা দিল না ষষ্ঠীতে।
একপ্রকার নিশ্চিন্তেই জামাইয়ের পাতে তুলে দেওয়া যায় হরেক রকম ফল। তা দিয়ে বানানো যেতে পারে চাটনি, পুডিংও। অনেকে আবার আইসক্রিম এর সঙ্গে ফল কেটে বাড়িতেই বানিয়ে ফেলেন ট্রুটি-ফ্রুটি। ঘরে বসেই মিলবে রেস্তোরাঁর স্বাদ।
এতো গেল শ্বশুরবাড়ির পক্ষ, অন্য দিকে জামাইয়ের হাতে চাই দই, মিষ্টি, ফলের ঝোলা। সঙ্গে শাশুরি মায়ের জন্য আনকোড়া গরদ। তাই ফলের বাজার দরের প্রতি জামাইয়েরও লক্ষ্যে এই দিন কম নয়।