অন্যদের সাথে সন্তানের তুলনা শিশুর আত্মবিশ্বাস, আত্মসম্মান নষ্ট করে এবং ভাই-বোনের সম্পর্ক নষ্ট করতে পারে। এই অভ্যাস শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং ঈর্ষা, হীনম্মন্যতা, ভয় জন্মায়।
প্রত্যেক শিশুই জন্ম নেয় নিজস্ব গুণ, বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতা নিয়ে। তবে অনেক সময়, বাবা-মা বা পরিবারের সদস্যরা অজান্তেই অন্যদের সাথে শিশুকে তুলনা করে সেই স্বতন্ত্রতাকে ক্ষুন্ন করে। দুই সন্তানের মধ্যে বা তার বেশি সংখ্যক সন্তানের মধ্যে যদি বাবা-মা ক্রমাগত তুলনা করতে থাকেন প্রকাশ্যে, তা হলে তা প্রভাব ফেলে শিশু মনে। শিশুদের মানসিক বিকাশকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে।
এবিষয়ে মনোবিদ এবং অধ্যাপক আত্রেয়ী ভট্টাচার্য বলছেন, ‘‘মানসিক তো বটেই, কিন্তু শারীরিক বৈশিষ্ট্যও একই মায়ের সন্তানদের মধ্যে ভিন্ন হতে পারে। দুই বোন, দুই ভাই বা দুই ভাই-বোনের মধ্যে পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গায়ের রং, চেহারা, ইত্যাদি গুণাবলি নিয়ে তাঁদের সন্তানদের মধ্যে তুলনা করেন মা-বাবারা। কেবল মা-বাবারা নন, ভারতীয় উপমহাদেশের যে সামাজিক ব্যবস্থা, তাতে দেখা যায়, আত্মীয়েরাও এই তুলনাটা প্রকাশ্যে বিনা দ্বিধায় করতে থাকেন। এর ফলে দুই শিশুর মধ্যেই মানসিক পীড়া তৈরি হতে পারে। আবার দু’জনের সম্পর্ক খারাপ হতে পারে। এটা এক দিনের ঘটনা নয়, বহু কাল ধরে ধীরে ধীরে অপমান সহ্য করতে করতে অবসাদ তৈরি হয় শিশুদের মধ্যে। এটা কিন্তু কোনও কোনও ক্ষেত্রে মারাত্মক পর্যায়েও যেতে পারে’’।
অভিভাবকের তুলনায় কী কী ক্ষতি হতে পারে শিশুমনে?
১। মানসিক গঠন ও স্বতন্ত্রতা নষ্ট
প্রত্যেক শিশু আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। তাদের বৈশিষ্ট্য এবং নিজস্বতা নিয়ে তুলনা করলে, প্রশ্ন তুললে তারা আর আত্মবিশ্বাস পায় না। মা-বাবা বা কাছের মানুষদের তুলনা তাদের ভাবতে বাধ্য করায়, যে তারা খারাপ, কিছু ভালো নেই তাদের মধ্যে।
২। সম্মানহানি হতে পারে
এক সন্তানকে অন্য সন্তানের সত্যে তুলনা করে, তাদের মত হতে পারছেনা কেন - এইসব ধরনের মন্তব্য শিশুর আত্মসম্মানে আঘাত করে। নিজেকে মূল্য দিতে শেখে না তারা।
৩। গুণাবলির অপচয়
অভিভাবকরা বারবার তুলনা করতে থাকলে শিশুর ভিতরে ঈর্ষা, হীনম্মন্যতা ও ভয় জন্মায়। এতে তারা নিজের দক্ষতা প্রকাশে আত্মবিশ্বাস পায় না। ফলে তাদের মধ্যেকার বৈশিষ্ট্য ও নিজস্ব গুণাবলি অপচয় হয়।
৪। ভাই-বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট
অভিভাবকরা বারবার ভাই-বোনেদের মধ্যে তুলনা করতে থাকলে প্রতিদ্বন্দ্বী মনোভাব গড়ে ওঠে ভাই-বোনেদের মধ্যেই। একে অপরের প্রতি ঈর্ষা, বিরক্তি, রাগ দেখা দেয়। ভাল বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার বদলে বিরোধিতা জন্ম নেয়।
৫। অনুপ্রেরণার অভাব
অভিভাবকের তুলনা শিশুর মনে পক্ষপাতিত্বের ও অবহেলার জট তৈরী হতে থাকে? সে কোনও ভাবেই প্রশংসিত বা স্বীকৃত হচ্ছে না, তবে এক সময় সে চেষ্টা করাই বন্ধ করে দেয়।
সারাংশ তুলনা করলেই সন্তান প্রতিযোগী হয়ে উঠবে, উন্নতি করবে - এই মনোভাব ভুল। অভিভাবকদের অজান্তেই কিছু ভুল অভ্যাস আপনার শিশুর মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুলনা দেওয়ার কারণে গভীর প্রভাব পড়তে পারে শিশুমনে।

