সংক্ষিপ্ত
প্রতি বছর দিওয়ালীর পার্টি নিমন্ত্রণ থাকে কিংবা এই দিন পুরনো বন্ধু-বান্ধব ও আত্মীয়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা থাকে। এই অনুষ্ঠানে সকলের নজর কাড়তে মরিয়া থাকেন সকলে। সে কারণে দীপাবলির আগে থেকে চলে তার প্রস্তুতি। এবার দীপাবলির আগে ত্বকে জেল্লা আনতে মেনে চলুন বিশেষ টিপস। রইল কয়টি প্যাকের হদিশ। ত্বকের যত্নে ব্যবহার করুন এই প্যাক।
বাঙালির আরও এক গুরুত্বপূর্ণ উৎসব হল কালিপুজো। তিথি অনুসারে এবছর কালী পুজো অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। সন্ধ্যা ৪.৫৭ মিনিটে পড়ছে অমাবস্যা। অমাবস্যা ছাড়বে ২৫ অক্টোবর দুপুর ৪.২৬ মিনিট পর্যন্ত। তবে উৎসব শুরু হয় ধনতেরাস থেকে। প্রতি বছর দিওয়ালীর পার্টি নিমন্ত্রণ থাকে কিংবা এই দিন পুরনো বন্ধু-বান্ধব ও আত্মীয়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা থাকে। এই অনুষ্ঠানে সকলের নজর কাড়তে মরিয়া থাকেন সকলে। সে কারণে দীপাবলির আগে থেকে চলে তার প্রস্তুতি। এবার দীপাবলির আগে ত্বকে জেল্লা আনতে মেনে চলুন বিশেষ টিপস। রইল কয়টি প্যাকের হদিশ। ত্বকের যত্নে ব্যবহার করুন এই প্যাক। দ্রুত মিলবে উপকার।
দই ও মুলতানি মাটির ফেসপ্যাক। একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন নিন। তাতে মেশান ২ টেবিল চামচ দই। মেশান ১ চা চামচ মুলতানি মাটি। এবার মেশান ১ টেবিল চামচ গোলাপ জল। মেশান ২ ফোঁটা ভিটামিন সি তেল। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দ্রুত মিলবে উপকার। দই ও মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারে দ্রুত ত্বকে আসবে জেল্লা।
অ্যালোভেরা জেল ও পাতিলেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান ৫ থেকে ৬ ফোঁটা পাতিলেবুর রস। মেশান ২ ফোঁটা টি ট্রি অয়েল। মেশান এক মিশটে হলুদ। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দ্রুত মিলবে উপকার।
কোকো পাউডার ও মধুর প্যাকে ত্বকে আসবে জেল্লা। একটি পাত্রে ১ টেবিল চামচ কোকো পাউডার ও ১ টেবিল চামচ মধু নিন। এতে মেশান ২ ফোঁটা ভিটামিন ই অয়েল। এবার মেশান ১ চা চামচ কমলা লেবুর খোসা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন এই সব কয়টি উপাদান। মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দ্রুত মিলবে উপকার। একবার ব্যবহারে মিলবে উপকার।
দিওয়ালি পার্টিতে যাওয়ার আগে চটজলদি জেল্লা পেতে ব্যবহার করুন এই তিন প্যাকের মধ্যে একটি। দ্রুত মিলবে উপকার। মাত্রা ১৫ থেকে ২০ মিনিট ব্যয় করলে ত্বকে আসবে জেল্লা।
আরও পড়ুন- আতশবাজি থেকে বাতাসে বেড়ে চলেছে দূষণের মাত্রা, সুস্থ থাকতে মাথায় রাখুন এই পাঁচ টোটকা
আরও পড়ুন- উৎসব মানে মিষ্টি মুখ, দীপাবলিতে বাড়িতে বানাতে পারেন এই পাঁচ ধরনের মিষ্টি, দেখে নিন কী কী