বার বার একই কারণে সম্পর্ক ভেঙে যেতে থাকলে অপরকে দোষারোপ করার আগে প্রয়োজন একবার অন্তত নিজের মূল্যায়ন করা। নিজেকে প্রশ্ন করা যে সম্পর্কের 'red flag' আপনি নন তো?
বদলে যাওয়া সময়ের সাথে বদলেছে প্রেমের সংজ্ঞা, প্রকাশ করার ধরণ, এমনকি প্রেমের ভাষাও। শুধু একটা উপহার আর মিষ্টি কথায় টিকে থাকে না এখনকার সম্পর্ক। প্রয়োজন একে ওপরের পাশে থাকা, সম্মান করা, বোঝাপড়া, মূল্য ও বৈধতা স্বীকার। কোনো একটার অভাবেও নড়ে যেতে পারে সম্পর্কের ভিত।
এতো কিছুর পরেও প্রেম ভীষণ মধুর। তবে কোনো না কোনো কারণে আপনার কাছে তার অভিজ্ঞতা খারাপ। বার বার একই কারণে সম্পর্ক ভেঙে যেতে থাকলে অপরকে দোষারোপ করার আগে প্রয়োজন একবার অন্তত নিজের মূল্যায়ন করা। নিজেকে প্রশ্ন করা যে সম্পর্কের 'red flag' আপনি নন তো?
এই উপায়ে জেনে নিন আপনি রেড ফ্ল্যাগ নন তো?
১। নিজের দোষে যুক্তি খাঁড়া করা
সম্পর্কে মান-অভিমান, ঝগড়া, মতের অমিল থাকবেই। তবে প্রতিবার ঝগড়ায় নিজের কথার পৃষ্টে যেভাবেই হোক যুক্তি খাঁড়া করা, অথবা রাগের মাথায় দুর্ব্যবহার করা, এবং পড়ে নিজের ব্যবহারের স্বপক্ষে যুক্তি খাঁড়া করতে থাকলে বুঝবেন গলদ আপনার ভাবনা। এর পরেও সঙ্গীর দুঃখ কষ্ট আপনাকে তেমন না ভাবালে, তাকে মানাতে যাওয়ার চেষ্টা না থাকলে, নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে।
২। ডমিনেটিং মানসিকতা
যদি আপনার সবসময় প্রচেষ্টা থাকে আপনি যেমনটা চান, সঙ্গীকে ঠিক তেমনটা বানানোর, তাকে দিয়ে তেমন কাজগুলিই করাতে চান, যেন আপনার কথাই তাকে শুনতে হবে সবসময় - বুঝতে হবে এটা কেবল ভালোবেসে আবদার নয়, আপনার নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে, যাকে ডমিনেটিং নেচার বলে। এটি সম্পর্কের স্বাধীনতা, খোলা মেলা আবহ কেড়ে নেয়।
৩। বিপদের সময় পাশে না থাকা
প্রেমের সম্পর্কে সবসময় একসাথে বসে আড্ডা, ভালো মুহুর্ত কাটানোই হবে তা নয়। জীবনের টানাপোড়েন, বিপদে একে ওপরের পাশেও থাকতে হবে। আপনার ছোটো বড়ো বিপদে হয়তো আপনার সঙ্গী ১০০ শতাংশ পাশে থাকেন। তবে আপনার বেলা আসলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এমন আচরণ বলে দেয় আপনি আদৌ সঙ্গীকে ভালোবাসেন কিনা।
৪। সঙ্গীর সফলতায় ঈর্ষা
সঙ্গীর প্রমোশন, বেতন বৃদ্ধি, সফলতা, বা কোনোকিছু অর্জন করলে আপনার আনন্দ হয়? না মন মরে যায়? সঙ্গীর ভালো কিছুতে আপনার ঈর্ষা হলে বুঝবেন আপনি আপনার সঙ্গীর জন্য সঠিক নন। আপনার মনোভাবে পরিবর্তন আনা জরুরি।
৫। নিজের ভুল স্বীকার করেন তো?
মানুষ মাত্রেই ভুল হয়। আপনার সঙ্গী যেমন দোষ করে, নিজের ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চায়। আপনিও ভুল করলে একই কাজ করেন তো? সঙ্গীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান তো? নাকি ভুল ঢাকতে মিথ্যের আশ্রয় নিতে হয় আপনাকে? এমন অভ্যাস থাকলে আজই বদলে ফেলুন। ভুল স্বীকার এবং শোধরানোর চেষ্টা করুন।
৬। তর্কে নিজের বক্তব্যকেই ঠিক বলে জিততে চাওয়া
সঙ্গীর সাথে তর্ক হলেই জিততে মরিয়া হয়ে ওঠেন? নিজের বক্তব্যকেই একশো শতাংশ সঠিক বলে মনে করেন, আর সেটিই প্রতিষ্ঠা করতে চান সঙ্গীর কাছে। প্রতিবারই এমনটা হলে সঙ্গীর দৃষ্টিভঙ্গি, বক্তব্য স্থান পায় না সম্পর্কে - ভঙ্গুর হতে শুরু করে সম্পর্ক।
৭। প্রত্যাশা পূরণ না হলেই আচরণ বদলে যাওয়া
সম্পর্কের শুরুতেই সঙ্গীর জন্য অনেক কিছু করে, ভালো ব্যবহার করে প্রথমে সঙ্গীকে নিজের উপর নির্ভরশীল করে দেওয়া, তারপর আশানুরূপ ফল না পেলে মুখের ভাব বদলে যায় আপনারও? বদল আসে আচরণে। আপনার আচরণে হঠাৎ বদল আসলে সঙ্গীর মনে চাপ পড়তে পারে, কষ্ট পাবে সে।


