Love-Relationship: ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে কিছু কিছু সময় কিছু জিনিস অবশ্যই করণীয়। একে অপরের প্রতি বিশ্বাস সম্মান ভালোবাসা সময় এগুলি গুরুত্বপূর্ণ।

Love-Relationship: ভালোবাসার ওপর সংজ্ঞা দেওয়া খুবই জটিল বিষয়বস্তু। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা হলো এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মন কখন প্রেমের জোয়ারে ভাসবে, তা আগে থেকে বলা যায় না (love relationship)। তবে প্রেমের অনুভূতি সব সময়ই মধুর। প্রেম যত দীর্ঘ হয় যত গভীর হয় সেটা ততই পরিপূর্ণতা পায় (how to grow love)।

সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই দুষ্কর হয়ে পড়ে

প্রত্যেকটা মানুষই তার জীবনে প্রেম ভালবাসাকে টিকিয়ে রাখতে চেষ্টা করে। প্রেম মানুষকে জীবনে ভালোভাবে বাঁচতে শেখায়। কিন্তু যদি এই প্রেম ভালোবাসায় চলে আসে অভিমান চলে আসে অবিশ্বাস বা একে অপরের প্রতি অসম্মান ,তাহলে সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই দুষ্কর হয়ে পড়ে।

তাই সম্পর্কের ভিত মজবুত হওয়ার জন্য শুধু ভালোবাসা জরুরি নয়। দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে। তাই দীর্ঘপথ একসঙ্গে হাঁটতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

প্রেম ভালোবাসায় একে অপরকে সময় দেওয়াটা খুবই জরুরী। যত্ন না নিলে তো গাছও বাঁচে না। সেখানে সম্পর্ক কি করে বাঁচবে? সম্পর্কও বহুদূর এগিয়ে নিয়ে যেতে তার প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। সম্পর্কের বয়স যেমনই হোক, একে-অন্যকে সময় দেওয়া জরুরি।

তবে নিজেদের একান্ত মুহূর্ত কাটানোর সময় কোনরকম বাহ্যিক সমস্যা বা বাহ্যিক জটিলতা নিয়ে আলোচনা সেই মুহূর্তে না করাই ভালো। কোনো পেশাগত সমস্যার কথাও আলোচনা না করাই শ্রেয়। মুখোমুখি বসে শুধু সেই মুহূর্তটিকে উপভোগ করুন,ভালোবাসার কথা বলুন। একটুখানি সময় সোশ্যাল মিডিয়া বা যে জিনিসগুলি আপনার মস্তিষ্ককে অন্যদিকে চালনা করতে পারে সেই সমস্ত জিনিস থেকেও একটু দূরে থাকার চেষ্টা করুন।

রাগ অভিমান খুব গভীর হয়ে গেলে সম্পর্কে আনতে পারে তিক্ততা

আরেকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কের মধ্যে মান-অভিমান। প্রেম-ভালোবাসায় অভিমান খুব সাধারণ ব্যাপার। ভালোবাসার মানুষটির প্রতি অভিমানের মেঘ জমা হলে, সহজে ফিকে হতে চায় না। তাই একে-অপরের প্রতি অভিমান পুষে রাখা ঠিক হবে না। এতে সম্পর্কের মধ্যে খানিকটা হলেও দূরত্ব বাড়ে। অনেকের কাছে হতে পারে এই অভিমান ভালবাসারই একটি অঙ্গ। কিন্তু সব সময় প্রতিক্ষেত্রে সেই রাগ অভিমান খুব গভীর হয়ে গেলে সম্পর্কে আনতে পারে তিক্ততা। দরকার হলে একে-অন্যের সঙ্গে খোলাখুলি কথা বলুন। নিজেদের চাওয়াপাওয়ার বিষয়টি জানান।

প্রেম ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক সম্মান।

সম্পর্কে পরস্পরের প্রতি সম্মান করা খুবই জরুরি। নিজেদের আলাদা আলাদা ভালোলাগা, পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়া থাকবেই। তবে একে-অন্যের চাওয়াপাওয়া, ভালোলাগার প্রতিও সম্মান দেওয়াটা জরুরি। দু'জনেই যাতে একে-অন্যের ভাবনাগুলো ভাগাভাগি করে নিতে পারেন, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।